
প্রিন্ট: ১৭ এপ্রিল ২০২৫, ১২:২২ পিএম

সিলেট ব্যুরো
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
সিলেট বিমানবন্দর থানায় লালগালিচা বিছানো দেখে ক্ষোভ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। লালগালিচা সরিয়ে নিতে তিনি নির্দেশ দিলে তা সঙ্গে সঙ্গে সরিয়ে নেওয়া হয়। এ সময় পুলিশ কমিশনারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘এগুলো রাখতে আমি না করেছি। তারপরও এগুলো কেন দিয়েছ? প্রটোকল করতে গিয়ে তোমাদের সময় শেষ, মেইন কাজ করতে পারছ না।’ বৃহস্পতিবার সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানা পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত আছে। তবে অস্ত্র উদ্ধার প্রত্যাশিত হয়নি। তিনি আরও বলেন, কোনোভাবেই মব জাস্টিস, হামলা-লুটপাট সহ্য করা হবে না। আইন যারা হাতে তুলে নেবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বেলা সাড়ে ১১টায় সিলেট ওসমানী বিমানবন্দরে নেমেই তিনি চলে যান সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানা পরিদর্শনে। এ সময় তার সঙ্গে ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমান ও সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার রেজাউল করিম।
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আরও বলেন, সারা দেশ ঘুরে দেখছি-পুলিশের অনেক সীমাবদ্ধতা আছে, থাকার জায়গা নেই, গাড়ি নেই, খাবারেরও ঘাটতি আছে। আন্দোলনের পর থেকে অনেক গাড়ি পুড়েছে, থানা পুড়েছে। একটি গাড়িও কিনতে পারিনি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগের চেয়ে আইনশৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে, আরও হবে। মব জাস্টিস সম্পর্ক তিনি বলেন, আইন কেউ নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এমন অপকর্ম করে কেউ আর ছাড় পাবে না।
সুনামগঞ্জ প্রতিনিধি জানান, বিকালে সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরে ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশে কোনো খাদ্য সংকট নেই। তিনি আরও বলেন, এবার আলুর ফলন ভালো হয়েছে। তবে কৃষক দাম পাচ্ছে না। কৃষক একবার বঞ্চিত হলে আর ফলনে এগিয়ে আসবে না। তাই কৃষকের প্রতি খেয়াল রাখার আহ্বান জানান তিনি।
বক্তব্য ভাইরাল : কৃষকদের অভিযোগ শুনে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী অনুষ্ঠানস্থলে এলজিইডি প্রকৌশলীকে না পেয়ে তাকে ফোন দেন। নিজের মোবাইল ফোন থেকে প্রকৌশলীর নাম্বারে ফোন দিয়ে তিনি বলেন, ‘আপনি ঘুমাইতেছেন। জানেন না আমরা আসব! আচ্ছা রাবার ড্যাম মেরামত করতে আপনার কদিন লাগব? শোনেন, না হয় আপনাকেই কিন্তু রিপেয়ার কইরা দেব। বুঝতে পারছেন। পয়সা খাবেন; পকেটে টাকা ঢুকাইবেন শুধু, কাম করবেন না।’ রাবার ড্যামের কাজ ৭ দিনের মধ্যে শেষ করার নির্দেশ দেন তিনি। তার এ বক্তব্য ভাইরাল হয়েছে। সুনামগঞ্জের এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনকে তিনি এ ধমক দেন।
জনগণ চাচ্ছে এ সরকার যেন আরও ৫ বছর ক্ষমতায় থাকে : বৃহস্পতিবার সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সাধারণ মানুষ চাচ্ছেন আমাদের এ সরকার যেন আরও অন্তত ৫ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে। সাংবাদিকদের প্রশ্নের জবাব তিনি একথা বলেন। শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অপরাধীদের প্রত্যর্পণ বিষয়ে ভারতের সঙ্গে আমাদের চুক্তি আছে। এ চুক্তির আওতায় হয়তো তাকে আনার চেষ্টা করা হবে। এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় পুলিশ কমিশনার খান মোহাম্মদ রেজাউন্নবী, সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমান, জেলা প্রশাসক ড. মুহাম্মদ ইলিয়াছ মিয়া প্রমুখ।