
প্রিন্ট: ২৩ এপ্রিল ২০২৫, ১১:২৮ পিএম
বাংলাদেশের মঙ্গল ভারত যতটা চায় অন্য দেশ চায় না: জয়শঙ্কর

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, ভারত যতটা বাংলাদেশের মঙ্গল চায়, আর কোনো দেশ ততটা চায় না। তিনি বলেন, এই মঙ্গল কামনা ভারতের ডিএনএতে রয়েছে। তাই এত খোলামেলা আমরা আমাদের উদ্বেগ প্রকাশ করতে পারি।
ভারতীয় গণমাধ্যম সিএনএন নিউজ-১৮ আয়োজিত ‘উত্থিত ভারত’ সম্মেলনে বুধবার তিনি এসব কথা বলেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত আশা করে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দ্রুত উন্নতি হবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, দুই দেশের মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটাই মুখ্য। ওটাই সম্পর্কের মৌলিক বিষয়। এই অনন্য সম্পর্ক অন্য কোনো দেশের সঙ্গে নেই। এই সত্য আমাদের স্বীকার করতে হবে। দুই নেতার বৈঠকে ওই বার্তাই ছিল প্রধান। তিনি বলেন, ব্যাংককে ইউনূস-মোদির বৈঠকে ভারতের পক্ষ থেকে মোটামুটি চারটি বার্তা দেওয়া হয়। উত্তেজক মন্তব্য পরিহার, সংখ্যালঘুদের নিরাপত্তা-সম্পর্কিত উদ্বেগ, গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশকে সমর্থন এবং গঠনমূলক আলোচনা।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের কোনো কোনো মহল থেকে উত্তেজক মন্তব্য করা হচ্ছে। এতে ভারত উদ্বিগ্ন। মৌলবাদী প্রবণতাও উদ্বেগের আরেকটি বিষয়। সংখ্যালঘুদের প্রতি আক্রমণও চিন্তার বিষয়। এসব উদ্বেগ প্রকাশের ক্ষেত্রে ভারত খুবই খোলামেলা। তিনি বলেন, একজন হিতাকাঙ্ক্ষী ও বন্ধু হিসাবে আমরা চাই, দেশটা ঠিক কাজ করুক, ঠিক দিকে এগিয়ে যাক।
বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে জয়শঙ্কর আরও বলেন, আশা করি, নির্বাচন শিগগিরই অনুষ্ঠিত হবে। দেশ হিসাবে বাংলাদেশের গণতান্ত্রিক ঐতিহ্য আছে। আর গণতন্ত্রে নির্বাচন জরুরি। নির্বাচনই অধিকার অর্পণ করে। আশা করি, বাংলাদেশও সেই পথেই এগোবে।