
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৩:১৮ পিএম

নারায়ণগঞ্জ ও বন্দর প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

আরও পড়ুন
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের মতো এতো সাম্প্রদায়িক সম্প্রীতি কোথাও নেই। আমাদের এখানে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রিস্টান সব ভাই-বোনেরা এক সঙ্গে আছেন। দেশের নিরাপত্তার বিষয়ে গুজব ছড়ানোর বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিদেশি মিডিয়া যারা আমার সঙ্গে ভালো সর্ম্পক তারাও অনেক সময় চায় যে একটি মিথ্যা সংবাদ দিতে। আপনারা সত্য সংবাদ তুলে ধরে তাদের মিথ্যা সংবাদের কাউন্টার দেবেন। তাহলেই তাদের মুখে চুনকালি পড়বে। আমাদের যদি কোনো ভুল থাকে আপনারা বলেন, কিন্তু কোনো মিথ্যা সংবাদ দেবেন না।
শনিবার বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের মহাষ্টমী স্নানোৎসব পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত বছরের তুলনায় এবার প্রচুর পুণ্যার্থী এসেছে। তিনি বলেন, এখানে স্নান করার পর পবিত্র হয়ে যায়, আপনারা স্নান করার পর এটা বজায় রাখবেন। আপনারা যেন সব সময় পবিত্র থাকতে পারেন। স্নান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, নৌপুলিশ, ফায়ার সার্ভিস-সবাই মিলে এক সঙ্গে কাজ করছে।
লাঙ্গলবন্দকে পযর্টন নগরী হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে উদ্যোগ সম্পর্কে প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করে কিভাবে এখানে পযর্টন কেন্দ্র গড়ে তোলা যায় সেটি দেখা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি আওলাদ হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম, স্নানোৎসব উপদেষ্টা কমিটির সদস্য সংকর সাহা ও জয় কে রায় চৌধুরী বাপ্পিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।