
প্রিন্ট: ১৪ এপ্রিল ২০২৫, ১০:২৯ পিএম
ঈদে ঢাকা ছেড়েছেন এক কোটি ১৪ লাখ সিমধারী

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ছবি: সংগৃহীত
ঈদের ছুটিতে আট দিনে (২৮ মার্চ থেকে ৪ এপ্রিল) ঢাকা ছেড়েছেন এক কোটি ১৪ লাখ ৭১ হাজার ৪৩২টি সিমধারী। সবচেয়ে বেশি মানুষ ঢাকা ছেড়েছেন ঈদের আগের দিন। ৩০ মার্চ একদিনেই ২৩ লাখ ৯৪ হাজার ৪৬১ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়ে গেছেন। ঈদের পরেও ঢাকা ছাড়ছেন অনেকে। শুক্রবার ৭ লাখ ৪২ হাজার সিমধারী ঢাকা ছেড়েছেন। এদিকে ঈদ শেষে ঢাকায় ফেরা মানুষের চাপও বাড়ছে। শুক্রবার একদিনেই ১৫ লাখ ৩৯ হাজার ১৭১ জন সিমধারী ঢাকায় ঢুকেছেন। শনিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
পরিসংখ্যানে দেখা গেছে, ঈদের আগে ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা বেশি ছিল। ২৮ মার্চ ১৮ লাখ ৯৯ হাজার ৫৩৭টি সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। ওই দিন ঢাকায় আসা সিম ব্যবহারকারীর সংখ্যা ছিল ৬ লাখ ১২ হাজার ৩৩২টি। পরের দিন ২৯ মার্চ ২১ লাখ ৯৫ হাজার ৮৪টি সিমধারী ঢাকা ছেড়েছেন। ঈদের পর ঢাকায় ফেরা মানুষের চাপ বাড়ছে। ৩ এপ্রিল ঢাকায় ফিরেছেন ৯ লাখ ৯৮ হাজার ৫৭৯টি ও ঢাকা ছেড়েছেন ৭ লাখ ৯৪ হাজার ৩৫২টি সিম ব্যবহারকারী। গত ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
পরিসংখ্যানের তথ্যে চার মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটকের সিমধারীর তথ্য তুলে ধরা হয়েছে। সিমধারী বলতে একজন মানুষকে বোঝানো হয়েছে (ইউনিক ইউজার)। তাদের সঙ্গে প্রবীণ নারী-পুরুষ ও শিশুরা থাকতে পারে, যারা মোবাইল ব্যবহার করে না। আবার অনেকে একাধিক সিম ব্যবহার করেন। ফলে প্রকৃতপক্ষে কত মানুষ ঢাকা ছেড়েছেন, সেই হিসাব পাওয়া কঠিন।