
প্রিন্ট: ০৭ এপ্রিল ২০২৫, ০৭:৪৬ পিএম
ভোলা ও লাখাইয়ে বিএনপি নেতাসহ পিটিয়ে হত্যা ২
কচুয়ায় আসামি ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, আহত ৪ * দৌলতপুরে আ.লীগ-বিএনপি সংঘর্ষ * খালিয়াজুরি ও কেন্দুয়ায় সংঘর্ষে আহত ৮৫

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ভোলায় বিএনপি নেতা ও হবিগঞ্জের লাখাইয়ে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বাগেরহাটের কচুয়ায় আসামি ছিনিয়ে নিতে বিএনপি নেতার নেতৃত্বে পুলিশের ওপর হামলায় আহত হয়েছেন পুলিশের চার সদস্য। খুলনায় গোলাগুলি হয়েছে। লক্ষ্মীপুরে দুপক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছে ছয় বছরের শিশু। কুষ্টিয়ার দৌলতপুরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত হয়েছেন সাতজন। এসব ঘটনাসহ ঈদের ছুটিতে দেশের ১৩ জেলায় হামলা-সংঘর্ষে আহত হয়েছেন ৩৭৯ জন। গ্রেফতার করা হয়েছে ৩৬ জনকে। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
ভোলা : জমির বিরোধে সালিশে হামলা-সংঘর্ষে সালিশদার ওয়ার্ড বিএনপি নেতা জামাল উদ্দিন হাওলাদার নিহত হয়েছেন। জেলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে রবিউল আলম ও মো. ইব্রাহিমের মধ্যে দীর্ঘদিন জমি নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার বিকালে এর সালিশ অনুষ্ঠিত হয়। সালিশ এক পক্ষ না মানায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় সালিশদার ওয়ার্ড বিএনপি নেতা মো. জামাল উদ্দিনকে পিটিয়ে আহত করা হয়। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। হামলায় আরও পাঁচজন আহত হয়েছেন।
হবিগঞ্জ : লাখাইয়ে দুদিনে পৃথক সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৭০ জন আহত হয়েছেন। পুলিশ অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করে। মঙ্গল ও বুধবার এসব সংঘর্ষের ঘটনা ঘটে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বন্দে আলী বলেন, উপজেলার তেঘরিয়া, মুড়িয়াউক ও জিরুন্ডা গ্রামে এসব সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করি। এসব ঘটনায় ১৯ জনকে আটক করা হয়েছে। স্থানীয়রা জানান, মুড়িয়াউক গ্রামে পুকুরে মাছ ধরা নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার শফিকুর রহমান নামে এক ব্যক্তিকে পিটিয়ে আহত করা হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
বাগেরহাট : কচুয়ায় গ্রেফতার হওয়া এজাহারনামীয় আসামি একলাছ শেখকে ছাড়িয়ে নিতে গজালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শিকদার জাকির হোসেন টুটুল ও সাধারণ সম্পাদক শেখ দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার গজালিয়া ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাতভর সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত বিএনপির ১৭ নেতাকর্মীকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। একলাছ গজালিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।
খুলনা : ঈদের তিনদিনে খুলনায় একাধিক স্থানে সন্ত্রাসী হামলা ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। ঘটেছে ভাঙচুরের ঘটনা। এসব ঘটনায় পুলিশ কয়েকজনকে গ্রেফতারও করেছে। খুলনা জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাবেক সংসদ-সদস্য মৃত নুরুল ইসলাম দাদুভাইয়ের বাড়িতে মঙ্গলবার রাতে হামলার ঘটনা ঘটে।
লক্ষ্মীপুর : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আবিদা (৬) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কাশিপুর কাচারিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আবিদা ওই এলাকার ইব্রাহিম হোসেন ও আমেনা বেগম দম্পতির মেয়ে।
দৌলতপুর (কুষ্টিয়া) : দৌলতপুরে এক নারীকে উত্ত্যক্ত করার জেরে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে গুলিবর্ষণ, কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও গবাদি পশু লুট করার অভিযোগ করা হয়েছে। সোমবার ঈদের দিন রাতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চরপাড়ায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন সাতজন। হামলা, লুটপাট ও সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার বিএনপি নেতা শফিকুল ইসলাম বাদী হয়ে দৌলতপুর থানায় অভিযোগ দিয়েছেন।
নেত্রকোনা ও কেন্দুয়া : খালিয়াজুরি ও কেন্দুয়ায় পৃথক স্থানে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৮৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে ঘটনার খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে কয়েক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় ছয়টি বাড়ি ভাঙচুর করে লুটপাট করে দুই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন।
হাজীগঞ্জ (চাঁদপুর) : হাজীগঞ্জ পৌর ১০ ও ১১নং ওয়ার্ড রান্ধুনীমুড়া গ্রামে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে টর্চলাইট জ্বালিয়ে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। মঙ্গলবার রান্ধুনীমুড়া এলাকার পশ্চিম ও পূর্বপাড়ের মধ্যে রাত ১০টা থেকে শুরু হওয়া সংঘর্ষ চলে ১২টা পর্যন্ত। প্রথমে পুলিশ সংঘর্ষ ঠেকাতে চেষ্টা করে ব্যর্থ হলে পরে সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহীনি টিম রাত সাড়ে ১২টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একই দিন হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর বাজারে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এসব ঘটনায় ৮২ জন আহত হয়েছেন।
ভাঙ্গা (ফরিদপুর) : ভাঙ্গায় পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৃথক দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে দুপক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছে। মঙ্গলবার বিকালে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ গ্রামে এবং তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে এ সংর্ঘষ হয়।
চাটমোহর (পাবনা) : চাটমোহরে জমি নিয়ে বিরোধের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকালে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের ধানকুনিয়া উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের দমদমা গ্রামে ঈদের নামাজ আদায়ের সময় মাইকের যান্ত্রিক ত্রুটির কারণে দুই দলের মধ্যে সৃষ্ট সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন। আহতদের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
বাবুগঞ্জ (বরিশাল) : বাবুগঞ্জে মসজিদে ইফতার না খাওয়াকে কেন্দ্র করে ঈদের নামাজের আগে বাগ্বিতণ্ডার একপর্যায়ে দুপক্ষের মধ্যে পালটাপালটি ধাওয়া-সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। ইমাম এ সময় ঈদগাহ মাঠ থেকে চলে যাওয়ায় নামাজ ভন্ডুল হয়ে যায়। এ ঘটনাটি ঘটে উপজেলার কেদারপুর ইউনিয়নের পশ্চিম ভুতের দিয়া চৌকিদারবাড়ি সংলগ্ন ঈদগাহ মাঠে। এছাড়া আতশবাজি ফাটানোকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনাটি ঘটে বাবুগঞ্জ উপজেলা বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর পশ্চিম প্রান্তে সোমবার।
নান্দাইল (ময়মনসিংহ) : নান্দাইলে জমি নিয়ে বিরোধের বিষয়ে দুপক্ষের মধ্যে ফায়সালার জন্য ধার্য তারিখ পরিবর্তনকে কেন্দ্র করে সালিশের আহ্বায়কের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে একটি পক্ষ। এতে ছয়টি বসতঘর, দুটি পাকঘর, তিনটি গোয়ালঘর ও অন্যান্য ঘর ভাঙচুর করা হয়েছে। আটটি গরু, টাকাসহ মালামাল লুটপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে উপজেলার ৮নং সিংরইল ইউনিয়নের মধ্যনগর গ্রামে মো. আব্দুল জলিলের বাড়িতে এ ঘটনা ঘটে।