
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০৩:১৬ পিএম
মানুষের উৎসবই পুলিশের আনন্দ
ঈদে আইনশৃঙ্খলা বাহিনীর ছুটি নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা * ছুটিতে ডিউটি করলেও বাড়তি ভাতা মেলে না

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কর্মব্যস্ততা ছেড়ে শিকড়ের টানে ছুটছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তবে পুলিশ সদস্যদের ক্ষেত্রে তা ব্যতিক্রম। ঈদ যাত্রাকে নিরাপদ করার জন্য তারা নিরলস কাজ করে যান। ছুটি পান না। এমনকি ঈদের ছুটিতে বাড়তি ডিউটির জন্য বাড়তি সম্মানী কিংবা সুবিধাও পান না।
জানা গেছে, ৮০ শতাংশের বেশি পুলিশ সদস্যের ঈদের ছুটি বাতিল করা হয়েছে। পুলিশ সদস্যরা বলছেন, নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করাটাই তাদের ঈদের আনন্দ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল রেজা। ২০২৪ সালে তিনি সিলেটের একটি থানায় কর্মরত ছিলেন। তখনও ঈদে ছুটি মিলেনি তার। এবারও ছুটি পাননি নাজমুল। তিনি যুগান্তরকে বলেন, ঈদের দিনে মন খারাপ হয়। তবে এটা ভেবে আনন্দ লাগে যে, মানুষ তাদের পরিবারের কাছে ফিরে যাচ্ছে। আমরা তাদের জানমালের নিরাপত্তা দিতে পারছি।
শনিবার রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঈদে সবাই ছুটি কাটাতে যাচ্ছেন। কিন্তু পুলিশ, বিজিবি এবং আনসারদের ছুটি নেই। তারা ঢাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে তারা সর্বোচ্চ চেষ্টা করছে। এবার কোনো ধরনের নাশকতার হুমকি নেই।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান যুগান্তরকে বলেন, নগরবাসীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কাজ করে যাচ্ছে। মানুষের নিরাপত্তাকেই আমরা স্বার্থকতা মনে করি। পুলিশ সদরদফতরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর বলেন, মানুষের উৎসবই আমাদের আনন্দ। ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক জানান, ঈদের সময় নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ডিবি পুলিশ ‘ভ্যানগার্ড’ হিসাবে কাজ করছে।
রাজশাহীতে ছুটি পাননি ৮০ ভাগ পুলিশ সদস্য : রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহীতে ঈদ উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে ৮০ শতাংশ পুলিশ সদস্য পরিবার ছাড়াই ঈদ করবেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, আমাদের প্রায় ৩ হাজার সদস্যের মধ্যে মাত্র ১০ শতাংশ ঈদের ছুটিতে গেছেন। ঈদের পরপরই তারা কাজে যোগ দেবেন ও অন্য ১০ শতাংশ ছুটিতে যাবেন। বাকি ৮০ শতাংশ সদস্য ঈদের সময় দায়িত্ব পালন করবেন।
র্যাব-৫ এর রাজশাহীর উপ-অধিনায়ক মেজর আসিফ আল-রাজেক বলেন, ঈদের সময় নাশকতার কোনো আশঙ্কা আমরা করছি না, তবে সতর্ক রয়েছি।