
প্রিন্ট: ১৪ এপ্রিল ২০২৫, ১১:১৪ পিএম
সীতাকুণ্ডে কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

কৃষক দল নেতা মো. নাছির উদ্দীন
আরও পড়ুন
চট্টগ্রামের সীতাকুণ্ডে কৃষক দল নেতা মো. নাছির উদ্দীনকে (৪৮) বুধবার সন্ধ্যায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন উত্তর জেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম বদরুল। নিহত নাসির উদ্দিন উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা গ্রামের মৃত কবির আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় ইফতার সেরে নিজঘর থেকে বাইরে যাওয়ার পথে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা কৃষক দল নেতা নাসিরকে পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মক জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান যুগান্তরকে বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠিয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।