
প্রিন্ট: ২৮ মার্চ ২০২৫, ০৪:৩৯ পিএম
২১ কোটি টাকা ঘুসের মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

২১ কোটি টাকা ঘুস গ্রহণের অভিযোগে রমনা থানার করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আটজনকে বেকসুর খালাসের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মো. আবু তাহের রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে এ রায় দেন।
রায়ে বলা হয়েছে, বসুন্ধরা গ্রুপের পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যাকাণ্ড ধামাচাপা দিতে যে ২১ কোটি টাকার ঘুস গ্রহণের অভিযোগ আনা হয়েছিল তা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়নি।
খালাসপ্রাপ্ত অন্য আসামিরা হলেন-তারেক রহমানের এপিএস মিয়া নুর উদ্দিন অপু, কাজী সালিমুল হক কামাল, আহমেদ আকবর সোবহান, সাফিয়াত সোবহান, শাদাত সোবহান ও আবু সুফিয়ান। রায় ঘোষণার সময় আবু সুফিয়ান ও কাজী সালিমুল হক আদালতে উপস্থিত ছিলেন।
আসামিপক্ষের আইনজীবী আমিনুল ইসলাম বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানি করার জন্য এই মিথ্যা মামলা করা হয়েছিল। রাষ্ট্রপক্ষ থেকে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তারেক রহমানসহ সবাইকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। এ রায়ে আমরা ন্যায়বিচার পেয়েছি। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৬ সালের ৪ জুলাই বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির খুনের অভিযোগে একটি হত্যা মামলা হয়। ওই হত্যাকাণ্ড ধামাচাপা দিতে ২১ কোটি টাকা ঘুস নেওয়ার অভিযোগে ২০০৭ সালের ৪ অক্টোবর দুদকের উপপরিচালক আবুল কাসেম রমনা থানায় একটি মামলা করেন। এতে তারেক রহমানসহ ৬ জনকে আসামি করা হয়। মামলা তদন্ত করে ২০০৮ সালের ২৩ এপ্রিল তারেক রহমানসহ আট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক। একই বছরের ১৪ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।