
প্রিন্ট: ১১ এপ্রিল ২০২৫, ০৫:১১ পিএম

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
-67db44bd00fbf.png)
আরও পড়ুন
মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুলিবিদ্ধসহ উভয়পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছেন। এ ছাড়া ময়মনসিংহের নান্দাইলে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ১৫ জন। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধির পাঠানো খবর-
নারায়ণগঞ্জ ও রূপগঞ্জ : মঙ্গলবার রাতে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়ায় সংঘর্ষে নিহত হাসিব হোসেন চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার ৬নং ওয়ার্ডের আনোয়ার হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামীমের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা রাব্বানী ও করিমের সঙ্গে এলাকায় মাদকসহ বিভিন্ন অবৈধ ব্যবসার আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার রাতে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে যুবদল নেতা শামীমের সমর্থক শাহীনের সঙ্গে স্বেচ্ছাসেবক দল নেতা রাব্বানীর সমর্থক রবিনের বাগবিতণ্ডা হয়। বিষয়টির সমাধানের জন্য রাব্বানী ও করিম শাহীন ও রবিনকে নিয়ে তাদের অফিসে বসে। বিষয়টি জানতে পেরে বৈঠকে হামলা চালিয়ে রবিনকে তুলে নিয়ে যায় শামীমের সহযোগী মনিরসহ বেশ কয়েকজন। রাতভর শামীমের অফিসে আটকে রেখে নির্যাতন করে রবিনকে। ভোর রাত সাড়ে ৩টার দিকে রাব্বানী, করিমসহ তাদের লোকজন শামীমের অফিস থেকে রবিনকে ছাড়িয়ে নিতে গেলে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় একপক্ষ অপর পক্ষকে লক্ষ্য করে গুলি করতে থাকে। সংঘর্ষে হাসিব, রাসেল ও বাশার গুলিবিদ্ধসহ আহত হন কমপক্ষে ২২ জন। গুলিবিদ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাসিব। বাকিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
হাসিবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে উভয়পক্ষের লোকজন বাড়ি ঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। খবর পেয়ে বুধবার সকালে পুলিশ ও র্যাব যৌথভাবে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেলা সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, চনপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শামীম ও রাব্বানী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলিতে হাসিব নামে একজন নিহত হন। আসামিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে পুলিশ ও র্যাব যৌথভাবে অভিযান চালানো হয়েছে। অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
নান্দাইল (ময়মনসিংহ) : নান্দাইলে বিএনপির ইফতার পার্টিকে কেন্দ্র দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। পরে ১৪৪ ধারা জারি করা হয়। বুধবার বিকালে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিনা সাত্তার এ আদেশ জারি করেন।
নান্দাইল উপজেলা সদর শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে ইফতার পার্টির আয়োজনের সিদ্ধান্ত নেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতারা। অপরদিকে একই সময়ে ওই স্থানেই ইফতার পার্টির আয়োজন করে বিএনপির পদবঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীরা। বিএনপির আহ্বায়ক কমিটির ঘোষণার পর থেকেই ওই কমিটি বাতিলের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন তারা। তাই ইফতার পার্টিকে কেন্দ্র করে বিকাল সাড়ে ৪টার দিকে নান্দাইল নতুন বাজার এলাকায় দুটি পক্ষ অবস্থান নেয়। বিষয়টি জানতে পেরে আগে থেকে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়জুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল দেবাশীষ কর্মকার ও নান্দাইল থানার ওসি তদন্ত মোজাহিদুল ইসলাম নান্দাইল সরকারি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে অবস্থান নেন। বিকাল পৌনে ৫টায় উভয়পক্ষের মধ্যে ইট-পাটকেল ও ককটেল নিক্ষেপ করা হয়। এ সময় উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন। এ অবস্থায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।