
প্রিন্ট: ১৪ এপ্রিল ২০২৫, ১০:৪৯ পিএম

মাওলানা আব্দুল হামিদ
প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
-67d9d9836f2ae.jpg)
আরও পড়ুন
আল্লাহর রাসুল (সা.) বলেছেন, যারা এখলাস ও নিষ্ঠার সঙ্গে রমজান মাসে সিয়াম সাধনা করবে আল্লাহপাক রাব্বুল আলামিন তার বিশেষ অনুগ্রহে তাদের প্রতিটি নেক আমলের সওয়াব দশগুণ থেকে সাতশগুণ পর্যন্ত বাড়িয়ে দেবেন। তবে রোজা সম্পর্কে আল্লাহতায়ালা বলেন, ‘রোজা এ নিয়মের ব্যতিক্রম কারণ তা শুধু আমার জন্য আমি স্বয়ং তার প্রতিদান দেব।’ অন্য বর্ণনায় এসেছে, ‘মুমিনের রোজার প্রতিদান আমি নিজে।’ ‘রোজা আমার জন্য’ এ কথাটির ব্যাখ্যায় ওলামায়ে কেরাম বলেন-রোজা একমাত্র ইবাদত যাতে রিয়া বা লৌকিকতার কোনো সুযোগ নেই অথচ এর বিপরীতে অন্যসব ইবাদতে রিয়ার আশঙ্কা থাকে। মুমিনের ইবাদতগুলোর মধ্যে রোজা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত এবং সবচেয়ে অগ্রাধিকারপ্রাপ্ত। রোজা এমন একটি গোপন ইবাদত যার সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ অবহিত হয় না। এমনকি এটি ফেরেশতাদের থেকেও গোপন থাকে। তাই আল্লাহতায়ালা বলেছেন ‘রোজা আমার জন্য।’
‘আমি নিজে এর প্রতিদান হব’, এর ব্যাখ্যা হলো-মহান আল্লাহতায়ালার যেমন খাওয়ার প্রয়োজন হয় না, পান করার প্রয়োজন হয় না, ঘুমের প্রয়োজন হয় না, তেমনি রোজাদারও আল্লাহর প্রেমের পাগল হয়ে খাদ্য ও পানীয় গ্রহণে ভোর রাত থেকে সন্ধ্যা পর্যন্ত বিরত থাকেন। বান্দার ফানাফিল্লাহ এ আবেগকে মূল্যায়ন করে আল্লাহ বলেছেন, ‘রোজা আমার জন্য আমি নিজেই এর প্রতিদান।’ একটু চিন্তা করে দেখুন! আহকামুল হাকিমিন এ বিশ্ব মহাবিশ্বের একচ্ছত্র অধিপতি, সর্বময় ক্ষমতাশীল আল্লাহ পাক যে ইবাদতের বিনিময় হিসাবে বলেছেন, ‘আমি নিজে এর প্রতিদান হব।’
লেখক : আমির, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ