
প্রিন্ট: ০১ এপ্রিল ২০২৫, ০৭:৫৩ এএম

নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ফাইল ছবি
আরও পড়ুন
নড়াইলের কালিয়ায় আওয়ামী লীগ-বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের সংঘর্ষে নিহত হাসিম মোল্যা (৩৫) ওই গ্রামেরই আ. কাদের মোল্যার ছেলে ও জনি মোল্যা গ্রুপের বিএনপির কর্মী ছিলেন। সংঘর্ষ থামাতে গিয়ে দুই পুলিশ সদস্যসহ দুই পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাহিদ মোল্যার চাচাতো ভাই পার্শ্ববর্তী খুলনা জেলার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ঠান্ডু মোল্যা গ্রুপের লোকজনের সঙ্গে হামিদপুর ইউনিয়ন বিএনপি নেতা জনি মোল্যা গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার বিকালে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে বিএনপির নেতা জনি মোল্যা কালিয়া উপজেলার গাজীরহাট বাজার থেকে ঠান্ডু মোল্যা গ্রুপের আব্দুর রউফ মোল্যাকে বের করে দেয়। এরই জেরে শনিবার সকালে উপজেলার হামিদপুর ইউনিয়নের সিলিমপুর গ্রামের ঠান্ডু মোল্যা গ্রুপের লোকজন জনি মোল্যা ও তার লোকজনের ওপর হামলা করলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এতে হাসিম মোল্যা (৩৫), আব্দুল কাদের মোল্যা (৬০), আশিক (২০), পনি মোল্যা (৩০) ও জনি মোল্যাসহ উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হন। এ হামলায় আহত জনি মোল্যা গ্রুপের হাসিম মোল্যা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশ সদস্য সজল ও চন্দন আহত হয়।
এদিকে নিহতের খবর ছড়িয়ে পড়লে এলাকায় আবারও উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় জনি মোল্যা গ্রুপের লোকজন পালটা হামলার প্রস্তুতিকালে যৌথবাহিনী অভিযান চালিয়ে সিলিমপুর গ্রামের মৃত আহমেদ মোল্যার ছেলে সিরাজ মোল্যা (৪৪) ও একই গ্রামের মকবুল শেখের ছেলে আজিজার শেখকে (৫৫) একটি শর্টগান এবং ১৮ রাউন্ড গুলি ও ২ রাউন্ড এফসিসিসহ আটক করে।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশিদুল ইসলাম জানান, ‘দুগ্রুপের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশসহ সেনাবাহিনী মোতায়েন রয়েছে। অস্ত্র উদ্ধারসহ দুজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’