মাগুরায় ধর্ষণ ও হত্যার বিচার প্রসঙ্গে
আমরা ৯০ দিন বলেছি, ৯১ দিন দেখতে চাই না: জামায়াত আমির

মাগুরা প্রতিনিধি
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

সংগৃহীত ছবি
জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান বলেছেন, আমরা ৯০ দিনের মধ্যে মাগুরার শিশুটির হত্যাকারীদের শুধু দ্রুত বিচারই নয়, বিচারের রায় কার্যকর হয়েছে সেটিও দেখতে চাই। অনেকে এক সপ্তাহের দাবি করলেও দেশের আইনে সেটি সম্ভব হবে না। তাই আমরা ৯০ দিন বলেছি। কিন্তু ৯১ দিন দেখতে চাই না। তিনি শনিবার সকাল সাড়ে ১০টায় মাগুরার শ্রীপুর উপজেলার সোনাইকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ধর্ষণের শিকার হয়ে নির্মমভাবে নিহত শিশুটির রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে বক্তব্যে এ কথা বলেন।
ডা. শফিকুর বলেন, ঘরে ঘরে অপসংস্কৃতি এবং নির্লজ্জতা ছড়িয়ে পড়েছে। মেগাসিরিয়াল আর শর্ট ফিল্ম এ দুটির মাধ্যমে আমাদের গোটা সংস্কৃতি, সামাজিকতা, পারিবারিক বন্ধন, সবকিছুকে তছনছ করে দেওয়া হয়েছে। যে শিশুটি লাঞ্ছিত হলো, সারা বাংলাদেশ যার কারণে আজকে লজ্জিত তার আপনজনরা তার এই সর্বনাশ করেছে। মানুষকে পশুর স্তরে নামিয়ে এনেছে এই সংস্কৃতি। অভ্যন্তরীণ হোক, আঞ্চলিক হোক, আন্তর্জাতিক হোক-এই নোংরা সংস্কৃতি বন্ধ হোক আমরা চাই।
এর আগে সকাল ১০টায় জামায়াতের আমির ড. শফিকুর রহমান সোনাইকুন্ডি গ্রামে শিশুটির কবর জিয়ারত ও দোয়া করেন। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, সমাজে যত ভয়ঙ্কর অপরাধ সংঘটিত হবে আপনারা সেটি তুলে ধরুন। সত্যকে সত্য হিসাবে, সাদাকে সাদা হিসাবে তুলে ধরবেন। কালোদের চেহারা সমাজের সামনে খুলে দেবেন। যাতে তাদের শাস্তি নিশ্চিত হয়, সমাজ ওদের ঘৃণা করে, বয়কট করে সেটিই আমাদের প্রত্যাশা। আমরা এই মেয়েটির হত্যাকারীদের বিচার এবং বিচার কার্যকর অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে দেখতে চাই। তাহলে পরিবারটি মানসিক সান্ত্বনা পাবে, দেশবাসীও সান্ত্বনা পাবে।
এ সময় দেশে সাম্প্রতিক ‘মব জাস্টিস’ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা পাবলিককে তাদের আবেগ, মতামতকে প্রভাবিত করে। কিন্তু তাদেরকে ধৈর্য্য ধারণ করতে বলি। বিচারবহির্ভূত কিছু আমরা চাই না। মব জাস্টিস যুগ যুগ ধরে চলে আসছে। আমরা কোনো মব জাস্টিসকে সমর্থন করি না।
স্কুল মাঠের দোয়া অনুষ্ঠান শেষে জামায়াত আমির শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে শিশুটির পরিবারের সঙ্গে দেখা করেন এবং খোঁজখবর নেন। যে কোনো পরিস্থিতিতে পরিবারটির জন্য সহযোগিতার দ্বার উন্মুক্ত রয়েছে, পরিবারটি যাতে সচ্ছলভাবে চলতে পারে তার পুরো দায়িত্ব নিতে পরিবারকে আশ্বস্ত করা হয়েছে বলে তিনি জানান।
মাগুরা সফরকালে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ড. আবদুল্লাহ মোহাম্মদ তাহের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হুসাইন, মাগুরা জেলা জামায়াতের আমির অধ্যাপক এমবি বাকেরসহ অন্যান্য নেতারা তার সঙ্গে ছিলেন।