Logo
Logo
×

শেষ পাতা

লাকীর গ্রেফতার দাবি জবি ইনকিলাব মঞ্চের

Icon

ঢাবি, জাবি, জবি ও চবি প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

লাকীর গ্রেফতার দাবি জবি ইনকিলাব মঞ্চের

ছবি: সংগৃহীত

গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক লাকী আক্তারকে গ্রেফতারসহ পাঁচ দফা দাবিতে টানা অবস্থান কর্মসূচির ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার বিকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধনে এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এ সময় তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ‘জুলাই রেভ্যুলেশনারি অ্যালায়েন্স’। এছাড়া লাকীসহ ‘শাহবাগীদের’ গ্রেফতার ও বিচার দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। শরীফ ওসমান হাদি বলেন, আজ চূড়ান্ত সময় এসেছে শাহবাগী মুক্ত ইনসাফ বাংলাদেশ বিনির্মাণের। এ জন্য ঈদের দিন পর্যন্ত যদি কর্মসূচি পালন করতে আমরা প্রস্তুত। ইনকিলাব মঞ্চের পাঁচ দফা দাবি হলো-ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে ৯০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তির ব্যবস্থা করা। একই সঙ্গে কেউ মিথ্যা ধর্ষণ মামলা করলে তাকেও সর্বোচ্চ শাস্তির আওতায় আনা। বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসাবে দায়িত্বরত নিরস্ত্র পুলিশের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। অবিলম্বে লাকী আক্তার ও তার সহযোগীদের গ্রেফতার করে ২০১৩ সালের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র উন্মোচন করতে হবে। জাতিসংঘকে অন্তর্ভুক্ত করে শাপলা চত্বর ও পিলখানা গণহত্যার স্বাধীন বিচারিক তদন্ত কমিশন গঠন করে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে এবং জুলাই গণহত্যার দৃশ্যমান বিচারিক কার্যক্রম শুরু করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

জাবিতে বিক্ষোভ-সমাবেশ : মঙ্গলবার রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার বটতলায় ফিরে আসে। পরবর্তীতে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা। মিছিলে শিক্ষার্থীরা ‘ওয়ান টু থ্রি ফোর, শাহবাগ নো মোর’, ‘ল তে লাকী, তুই হাসিনা তুই হাসিনা’, ‘আমার সোনার বাংলায় শাহবাগের ঠাঁই নাই’, ‘শাহবাগ না জাস্টিস, জাস্টিস জাস্টিস’, ইত্যাদি স্লোগান দেন।

জবিতে মিছিল ও মানববন্ধন : বুধবার দুপুরে ক্যাম্পাসে মিছিল ও মানববন্ধন করেছে জবি শাখা ইনকিলাব মঞ্চ। এ সময় তারা দ্রুততম সময়ের মধ্যে লাকীকে গ্রেফতার এবং বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে অবাঞ্ছিত ঘোষণা করার দাবি জানান। 

চবিতে মিছিল : লাকী আক্তারকে গ্রেফতারের দাবিতে মঙ্গলবার মধ্য রাতে মিছিল করেছে চবি শিক্ষার্থীরা। এ সময় স্লোগানে স্লোগানে শিক্ষার্থীরা লাকী আক্তারসহ শাহবাগ গণজাগরণ মঞ্চের কারিগরদের বিচারের আওতায় আনার দাবি জানান।


Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম