Logo
Logo
×

শেষ পাতা

জনগণের ওপর আস্থাহীনরা ভোট পেছানোর কথা বলছেন: আমির খসরু

মানুষের আস্থা অর্জনই সাংবাদিকদের বড় চ্যালেঞ্জ -যুগান্তর সম্পাদক

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১২ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জনগণের ওপর আস্থাহীনরা ভোট পেছানোর কথা বলছেন: আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, জনগণের কাছে দায়িত্বপূর্ণ, জবাবদিহি ও দায়বদ্ধ-এমন একটি সরকারের অপেক্ষায় সাধারণ মানুষ। অথচ জনগণের ওপর যারা আস্থা রাখতে পারছেন না, তারাই নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন। মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) যৌথ উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম ক্লাব লিমিটেডে আয়োজিত অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, ৫ আগস্ট পর্যন্ত রাস্তায় থেকে চট্টগ্রামের সাংবাদিকরা জনগণের সামনে সঠিক চিত্র তুলে ধরেছেন। জনগণের মালিকানা ও নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আগামী দিনগুলোতে সবার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সাংবাদিকদের সঙ্গে নিয়ে আমরা আগামীর বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনব, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনব। দেশে শান্তিপূর্ণ পারস্পরিক সম্মানবোধ রেখে গণতান্ত্রিক সংস্কৃতি পরিবর্তনে সবাইকে একযোগে কাজ করতে হবে। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে অন্য সংস্কার করে কোনো লাভ নেই। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনা হলো-মানুষকে সাংবিধানিক ও রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেওয়ার একমাত্র পথ। আর তার বাহক হলো-দেশের মানুষের ভোটে নির্বাচিত প্রতিনিধি, নির্বাচন। এর অপেক্ষায় রয়েছে দেশের মানুষ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার বলেন, বিবেকের মাধ্যমে সাংবাদিকদের পরিচালিত হতে হবে। অপসাংবাদিকতা, হলুদ সাংবাদিকতা, তথ্য সন্ত্রাস পরিহার করে সত্যনিষ্ঠ সাংবাদিকতা করতে হবে। সঠিক তথ্য জেনে সংবাদ প্রকাশ না করলে মানুষ বিভ্রান্ত হয়, সংবাদমাধ্যমের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলে।

চট্টগ্রাম জেলা প্রশাসক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির আহ্বায়ক ফরিদা খানমের সভাপতিত্বে ইফতার মাহফিলে বক্তব্য দেন বিশেষ অতিথি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন, দপ্তর সম্পাদক আবু বকর, চট্টগ্রাম মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির ড. আজম ওবায়েদ উল্লাহ, বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি ও সিএমইউজে’র সভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজ প্রমুখ। দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম, উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন শিকদার, হেফাজত নেতা মুফতি ইজহারুল ইসলাম প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম