Logo
Logo
×

শেষ পাতা

পিআর পদ্ধতি ফ্যাসিবাদের পথ রুদ্ধ করবে: ডা. শফিকুর রহমান

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পিআর পদ্ধতি ফ্যাসিবাদের পথ রুদ্ধ করবে: ডা. শফিকুর রহমান

সংগৃহীত ছবি

প্রায় ১১ বছর পর ঢাকাস্থ বিদেশি কূটনীতিকদের নিয়ে ইফতার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে এই ইফতার মাহফিল হয়। বিগত সময়ে ভেন্যু বুকিং ও আমন্ত্রণ জানালেও শেষ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের বাধার কারণে আয়োজন বাতিল করা হয়েছিল।

এই তথ্য জানিয়ে কূটনীতিকদের উদ্দেশে দলটির আমির ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকার এসব আয়োজন করতে দেয়নি। বাংলাদেশ যেন আর কখনো পথ হারিয়ে না ফেলে সেজন্য বর্তমান অন্তর্বর্তী সরকার বিভিন্ন রাষ্ট্রীয় কাঠামোতে সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে। জামায়াতে ইসলামী এই সংস্কার উদ্যোগকে স্বাগত জানায় এবং ইতোমধ্যেই বিভিন্ন পরামর্শ ও সুপারিশ প্রদান করেছে। বিশেষ করে বাংলাদেশে সমানুপাতিক প্রতিনিধিত্বশীল (পিআর) নির্বাচনব্যবস্থা চালুর পক্ষে আমরা জোরালো মতামত ব্যক্ত করেছি। বিশ্বাস করি, এই ব্যবস্থায় জনগণের মতামত সঠিকভাবে প্রতিফলিত হবে এবং ফ্যাসিবাদী শাসন পুনরায় ফিরে আসার পথও রুদ্ধ হবে।

২০১৪ সালের পর এই প্রথম কূটনীতিকদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করল জামায়াত। ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, চ্যার্জ দ্য অ্যাফেয়ার্সসহ কূটনীতিকদের সম্মানে এই ইফতারের আয়োজন করা হয়। এতে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপি, চীনের রাষ্ট্রদূত ইয়ো ওয়েন, রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গিরি গোরিওভিস কোজিন, অস্ট্রেলিয়ান হাই সুসান রেলি, ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূত মিকায়েল মিলার, ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি, তুরস্কের রাষ্ট্রদূত রমিস সেন, পাকিস্তানের হাইকমিশনার কামরান ধাংগল ছাড়াও যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, মরক্কো, নেদারল্যাস, সুইজারল্যান্ড, নরওয়ে, ভারত, ভুটান, সিঙ্গাপুর, ব্রুনেই, ডেনমার্ক, মালয়েশিয়া, ইরাক, ভ্যাটিকান সিটি, কানাডা, ব্রাজিল, আলজেরিয়া, কসোভো, জাতিসংঘের মানবাধিকার প্রতিনিধি, আইআরআই এবং এনডিপি’র আবাসিক প্রতিনিধিসহ বিভিন্ন দেশের কূটনীতিক অংশ নেন। এছাড়াও দলটির নেতাদের মধ্যে ছিলেন-নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও মাওলানা আনম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আজাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, আবদুর রব ও অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, উত্তরের আমির সেলিম উদ্দিন, দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম প্রমুখ।

ডা. শফিকুর রহমান ইফতার পূর্ব বক্তব্যে কূটনীতিকদের উদ্দেশে আরও বলেন, আপনাদের অংশগ্রহণ আমাদের বন্ধুত্ব ও সংলাপের প্রতি অঙ্গীকারের প্রমাণ। আসুন, পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করি এবং শান্তি, ন্যায়বিচার ও সাম্যের এমন এক বিশ্ব গঠনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করি। একইসঙ্গে জুলাই বিপ্লবের সব শহিদ ও নির্যাতিতদের স্মরণ করেন তিনি।

জামায়াত আমির বলেন, গত ১৫ বছরের দুঃশাসনে আওয়ামী লীগ সরকার জামায়াতকে দমন করার সব ধরনের অপচেষ্টা চালিয়েছে। দলের পাঁচজন শীর্ষ নেতাকে ফাঁসি দেওয়াসহ হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। অনেকে গুমের শিকার হয়েছেন এবং অনেকেই স্থায়ীভাবে পঙ্গু হয়ে গেছেন। এই নিষ্ঠুরতার মধ্যেও জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির জুলাই বিপ্লবে ঐতিহাসিক ভূমিকা পালন করেছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম