Logo
Logo
×

শেষ পাতা

আওয়ামী লীগ আমলের ৬ অর্থবছর

দায়সারা বাস্তবায়ন ৮০৫ প্রকল্পের

আইএমইডির প্রতিবেদন: শতভাগ কাজ না করেই সমাপ্ত ঘোষণা করা হয় এসব প্রকল্প * মূল উদ্দেশ্য পূরণ নিয়ে শঙ্কা * গোড়ায় গলদ নিয়ে ভালো সমাপ্ত আশা করা যায় কিভাবে? -সাবেক সচিব, আইএমইডি

হামিদ-উজ-জামান

হামিদ-উজ-জামান

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দায়সারা বাস্তবায়ন ৮০৫ প্রকল্পের

শতভাগ কাজ না করেই সমাপ্ত ঘোষণা করা হয়েছে ৮০৫টি উন্নয়ন প্রকল্প। এর মধ্যে কোনোটির অগ্রগতি ২৫ শতাংশেরও কম। পতিত আওয়ামী লীগ সরকার আমলের ২০১৮-১৯ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত ৬টি অর্থবছরের শেষ করা প্রকল্প পর্যালোচনা করে এমন তথ্য পাওয়া গেছে। এছাড়া গত ফেব্রুয়ারি মাসে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) থেকে এ সংক্রান্ত একটি প্রতিবেদন তৈরি করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, যেনতেনভাবে প্রকল্প হাতে নেওয়া, রাজনৈতিক বিবেচনায় প্রকল্প নেওয়া, সাবেক সংসদ সদস্যদের চাহিদা পূরণে প্রকল্প নেওয়া এবং সম্ভাব্যতা সমীক্ষা না করেই প্রকল্প গ্রহণসহ নানা কারণে এমন দশা বিরাজ করেছিল। এতে করে সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি এসব প্রকল্পের প্রকৃত উদ্দেশ্য পূরণ হওয়া নিয়ে শঙ্কা রয়েছে। 

এ প্রসঙ্গে জানতে চাইলে আইএমইডির সাবেক সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন সোমবার যুগান্তরকে বলেন, প্রথমদিকে দেখা যায় অনেক সময় তড়িঘড়ি করে প্রকল্প নেওয়া হয়। এছাড়া সম্ভাব্যতা সমীক্ষাও ঠিকমতো হয় না। ফলে শেষদিকে এসে অনেক কাজ না করেও প্রকল্প শেষ করতে হয়। এমন কাজ বেশিরভাগ হয়েছে রাজনৈতিক বিবেচনায় নেওয়া প্রকল্পের ক্ষেত্রে। দেখা গেছে প্রয়োজন না থাকলেও নানা ধরনের কম্পোনেন্ট যুক্ত করে প্রকল্প নেওয়া হতো। প্রকল্পের পরিকল্পনাতেই যদি গলদ থাকে ভালোভাবে শেষের আশা করা যায় কিভাবে? এসব কাজ অবশ্যই পরিকল্পনা শৃঙ্খলার পরিপন্থি। 

আইএমইডির প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, গত ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত এডিপির (আরএডিপি) আওতায় মোট ৩২৫টি প্রকল্প শেষ করার লক্ষ্য ছিল। কিন্তু এসব প্রকল্পের মধ্য থেকে বাস্তবায়ন হয় ২৭৭টি এবং লক্ষ্যের বাইরে থেকে হয় ২৪টি প্রকল্প। সব মিলিয়ে সমাপ্ত প্রকল্পের সংখ্যা দাঁড়ায় ৩০১টি। কিন্তু এগুলোর মধ্যে শতভাগ কাজ শেষ না করেই বিভিন্ন পর্যায়ে সমাপ্ত ঘোষণা করা হয় ১২৯টি প্রকল্প। ১৭২টির কাজ শতভাগ শেষ হয়েছে। 

পুরো কাজ শেষ না করে সমাপ্ত করা প্রকল্পের মধ্যে কয়েকটি হলো-বাংলাদেশ রেলওয়ের রোলিং স্টক অপারেশনের জন্য টেকনিক্যাল অ্যাসিসট্যান্স টু ইমপ্রুভ এনার্জি ইফিসিয়েন্সি প্রকল্প। এটির আর্থিক অগ্রগতি হয়েছে ৫৭ দশমিক ৬৩ শতাংশ এবং বাস্তব অগ্রগতি ৯০ শতাংশ। এছাড়া এনহ্যান্সিং ক্যাপাসিটি ইন কটন ভ্যারাইটিস ডেভেলপমেন্ট প্রকল্পের আর্থিক ৮৭ শতাংশ বাস্তব অগ্রগতি ছিল ৮৮ শতাংশ। জোনস অ্যান্ড ট্রান্সবাউন্ডারি এ্যানিমেল ডিজেজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল রিসার্স প্রজেক্টটির আর্থিক এবং বাস্তব অগ্রগতি ছিল ২৫ শতাংশ। জয়িতা টাওয়ার নির্মাণ প্রকল্পের আর্থিক ৭৪ এবং বাস্তব অগ্রগতি ৮০ শতাংশ। ন্যাশনাল ওকুপেশনার হেলথ অ্যান্ড সেফটি ট্রেনিং অ্যান্ড রিসার্স ইনস্টিটিউট প্রকল্পের আর্থিক ৪২ এবং বাস্তব অগ্রগতি ছিল ৪৫ শতাংশ। আরও আছে, এস্টাবলিস্টমেন্ট অব ২৫ বেড পিস সেল্টার ইন এইট গভর্নমেন্ট চিলড্রেনস ফ্যামিলিস প্রকল্পের আর্থিক ১৯ এবং বাস্তব অগ্রগতি ছিল ২০ শতাংশ এবং স্টাবলিস্টমেন্ট অব সোস্যাল ওয়েলফেয়ার বিল্ডিং প্রকল্পের আর্থিক ৬৮ এবং বাস্তব অগ্রগতি ছিল ৭০ শতাংশ। এ অবস্থায়ই প্রকল্পগুলো সমাপ্ত ঘোষণা করা হয়েছিল। 

আইএমইডি জানায়, ২০২২-২৩ অর্থবছরে শতভাগ কাজ না করেই সমাপ্ত ঘোষণা করা হয় ১১৭টি উন্নয়ন প্রকল্প। শুধু তাই নয়, এগুলোর মধ্যে কোনোটির আর্থিক ও বাস্তব অগ্রগতি ৩০ শতাংশের নিচে ছিল। ওই অর্থবছরের এরকম কয়েকটি প্রকল্প হলো-‘ডেমোস্ট্রেশন অব বাংলাদেশ ডেভেলপমেন্ট অ্যাকটিভিটিস’ প্রকল্পের আর্থিক অগ্রগতি ৩৪ ও বাস্তব অগ্রগতি ছিল ৪০ শতাংশ। ওই অর্থবছরে মোট ৩৭৭টি প্রকল্প শেষ করার লক্ষ্যমাত্রা ছিল। ২০২৩ সালের জুন পর্যন্ত শেষ হয়েছে ২৬৪টি প্রকল্প। এছাড়া সমাপ্ত করার জন্য নির্ধারিত না থাকলেও ওই সময়ের মধ্যে শেষ করা হয়েছে ১৩টি প্রকল্প। সব মিলিয়ে মোট সমাপ্ত প্রকল্প সংখ্যা দাঁড়ায় ২৭৭টি। কিন্তু এগুলোর মধ্যে শতভাগ কাজ শেষ হয়েছে ১৬০টির। 

একইভাবে ২০২১-২২ অর্থবছরে শতভাগ কাজ শেষ না করেই সমাপ্ত করা হয়েছে ১৮৬টি প্রকল্প। শুধু তাই নয়, এগুলোর কোনোটির আর্থিক ও বাস্তব অগ্রগতি ছিল সাড়ে ৩ শতাংশ পর্যন্ত। ওই অর্থবছরে মোট বাস্তবায়ন হয় ৩৩৬টি প্রকল্প। ২০২০-২১ অর্থবছরে কাজ বাকি রেখেই সমাপ্ত ঘোষিত প্রকল্প সংখ্যা ছিল ১২৪টি। ওই অর্থবছরে মোট বাস্তবায়ন হয় ২৬৪টি। এর মধ্যে শতভাগ কাজ শেষ করেই সমাপ্ত ঘোষণা করা হয়েছিল ১৪০টি প্রকল্প। ২০১৯-২০ অর্থবছরে শতভাগ কাজ শেষ না করেই সমাপ্ত ঘোষণা করা হয় ৯২টি প্রকল্প। সে সময় মোট বাস্তবায়ন হয়েছিল ১৮২টি। এর মধ্যে শতভাগ কাজ সম্পন্ন হওয়া প্রকল্প ছিল ৯০টি। ২০১৮-১৯ অর্থবছরে কাজ অসমাপ্ত রেখে সমাপ্ত করা হয় ১৫৭টি প্রকল্পের। ওই অর্থবছরে মোট বাস্তবায়ন করা হয় ৩১২টি প্রকল্প। এর মধ্যে শতভাগ করা হয়েছিল ১৫৫টির।

ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের (আইএনএম) নির্বাহী পরিচালক ড. মোস্তফা কে. মুজেরী এর আগে যুগান্তরকে বলেন, এভাবে ২০-৩০ বা ৮০ ভাগ কাজ করেই প্রকল্প সমাপ্ত করার মানে কী? এটি খতিয়ে দেখতে হবে। এর কারণ হতে পারে প্রকল্প গ্রহণের ক্ষেত্রেই ক্রুটি ছিল। এক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা দরকার। তিনি আরও বলেন, এসব প্রকল্পের পেছনে অন্য কোনো কারণ আছে কিনা সেটি অবশ্যই দেখতে হবে। এ ক্ষেত্রে প্রকল্প সংশ্লিষ্টদের জবাবদিহিতা নিশ্চিত করা দরকার।


Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম