উপদেষ্টা পরিষদে সিআর আবরার
আজ শপথ

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

অন্তর্বর্তীকালীন সরকারে নতুন উপদেষ্টা হিসাবে নিয়োগ পাচ্ছেন অধ্যাপক সিআর আবরার। বুধবার বেলা ১১টায় নতুন উপদেষ্টা হিসাবে তিনি শপথ নেবেন।
মঙ্গলবার (আজ) বিকালে এক ব্রিফিংয়ে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন অধ্যাপক সিআর আবরার। বঙ্গভবনের প্রেস উইং থেকে গণমাধ্যমকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শপথ পড়াবেন। মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন।
মন্ত্রিপরিষদ বিভাগ নতুন উপদেষ্টার জন্য গাড়ি ও পতাকা প্রস্তুত রেখেছে। নতুন উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিলে সেক্ষেত্রে বর্তমান উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ শুধু পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। নতুন একজন উপদেষ্টা যুক্ত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টার সংখ্যা হবে ২৩ জন।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর গত বছর ৫ আগস্ট স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে অপমানজনকভাবে ভারতে পালিয়ে যান। ওইদিনই বিলুপ্ত হয় মন্ত্রিসভা। পরদিন ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। এরপর গত বছর ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার।