Logo
Logo
×

শেষ পাতা

বঙ্গবন্ধু স্যাটেলাইট ও শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বঙ্গবন্ধু স্যাটেলাইট ও শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন

ফাইল ছবি

পালটে গেছে দেশের একমাত্র স্যাটেলাইটের নাম। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এখন থেকে পরিচিতি পাবে বাংলাদেশ স্যাটেলাইট-১ নামে। সোমবার টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এছাড়া ঢাকার পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। স্টেডিয়ামটির নতুন নাম রাখা হয়েছে ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)।

টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১)-এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ (বিএস-১) করার প্রস্তাব প্রধান উপদেষ্টা অনুমোদন করেছেন। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম হাতে নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়ামের নাম পরিবর্তনের কথা আগেই জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার বিসিবির পরিচালনা পরিষদের সভা শেষে সংবাদ সম্মেলনে নাম পরিবর্তনের বিষয়টি চূড়ান্তের কথা জানান বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু। সরকারের পট পরিবর্তন হওয়ার পর স্টেডিয়ামের নির্মাণ কাজ বন্ধ রেখে আপাতত সেখানে দুটি মাঠ তৈরি করার কাজ চলছে।

বিসিবি পরিচালক ইফতেখার বলেন, ২০৩১ বিশ্বকাপের জন্য স্টেডিয়ামটি নির্মাণ করতেই হবে আমাদের। তবে আপাতত মাঠ তৈরিতেই আমরা জোর দিচ্ছি। দুটি মাঠ তৈরি হচ্ছে সেখানে। ১৮টি পিস থাকবে, নেট অনুশীলন থেকে শুরু করে সুযোগ-সুবিধা থাকবে যথেষ্ট। অস্থায়ী ড্রেসিং রুমও থাকবে, পরে যা সরিয়ে স্থায়ী করা হবে। আশা করি, আগামী মৌসুমে এই দুই মাঠে ঘরোয়া ক্রিকেট চালাতে পারব আমরা। আমাদের মাঠের সংকটও তাতে কমবে কিছু।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম