
প্রিন্ট: ০৫ এপ্রিল ২০২৫, ০৬:১২ এএম
সাভারে দিনে-দুপুরে চলন্ত বাসে ডাকাতি টাকা স্বর্ণালংকার লুট

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ঢাকার সাভারে দিনে-দুপুরে ফিল্মি স্টাইলে চলন্ত বাসে ডাকাতি হয়েছে। এ সময় বাসে থাকা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নেয় ডাকাতদল। রোববার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন এলাকায় রাজধানী পরিবহণের একটি চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ধস্তাধস্তিতে সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী বাসের এক যাত্রী বলেন, মাত্র ৫-৭ মিনিটের মধ্যে ফিল্মি স্টাইলে ডাকাতির ঘটনা ঘটে। বাসটি বেলা ২টার দিকে সাভারের রেডিও কলোনি এলাকায় পৌঁছালে যাত্রী বেশে থাকা দুজন ব্যক্তি বাস থেকে নামার জন্য গেটে যান। কিন্তু ওই দুইজন বাস থেকে না নেমে আরও কয়েকজনকে বাসে তুলেন। পরে তারা ধারালো দেশীয় অস্ত্র বের করে বাসে থাকা ২০-২৫ জন যাত্রীকে জিম্মি করেন। এ সময় ডাকাতচক্রের ৬-৭ জন যাত্রীদের নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র নিয়ে ব্যাংক টাউন এলাকায় বাস থামিয়ে নেমে যান।
ওই যাত্রী আরও বলেন, কয়েকজন যাত্রী হেমায়েতপুরে বাসটি থামাতে বললেও চালক বাস না থামিয়ে ঢাকার গুলিস্তানের দিকে চলে যান। আমি টেকনিক্যাল নেমে ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি অবহিত করি।
সাভার হাইওয়ে থানার পরিদর্শক সওগাতুল আলম যুগান্তরকে বলেন, আমি বাসটি শনাক্ত করেছি। বাসটি জব্দসহ জড়িতদের গ্রেফতারে পুলিশের কয়েকটি দল মাঠে নেমেছে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, ডাকাতদের গ্রেফতারে পুলিশের প্যাট্রোল টিম কাজ করছে। তবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার বা বাসটি জব্দ করতে পারেনি।