Logo
Logo
×

শেষ পাতা

অগ্নিঝরা মার্চ

এখনো অধরা মুক্তিযুদ্ধের বাস্তবতা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এখনো অধরা মুক্তিযুদ্ধের বাস্তবতা

বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নযাত্রার মাস মার্চ। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার মাসও এটি। আনুষ্ঠানিক সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু হয় এই মাসে। পরাধীনতার শৃঙ্খল ভেঙে অধিকার অর্জনের সে মাসের দ্বিতীয় দিন আজ। উত্তাল মার্চ নিয়ে যুগান্তরের সাথে কথা হয় ’৭১-এর রণাঙ্গনের যোদ্ধা ও সংগঠক কাজী আবদুল মুকিম সন্টুর। তিনি বলেন, স্বাধীনতার ৫৫ বছরে এসে এখনো বলতে হয়-যে উদ্দেশ্যে দেশ স্বাধীন করেছিলাম তা আজও বাস্তবায়ন হয়নি। কবে হবে তাও জানি না। তবে তরুণদের প্রতি আমার বিশ্বাস আছে। তারা চাইলে স্বাধীন বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করতে পারে।

কাজী আবদুল মুকিম সন্টু বলেন, আমার বাড়ি বাগেরহাট। ভারতে গিয়ে ট্রেনিং দেশে এসে গেরিলা যুদ্ধে অংশ নেই। আমার যুদ্ধক্ষেত্র ছিল সুন্দরবন অঞ্চল। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়ন করেছে, কিন্তু সঠিক উন্নয়ন করতে পারেনি। মানুষকে মূল্যায়ন করতে পারেনি। এই ভুলের জন্য তাদের আজকের এই পতন হয়েছে।

দেশ গড়ার প্রত্যয় জানিয়ে সন্টু বলেন, আমরা এখনো অনেক মুক্তিযোদ্ধা জীবিত আছি। আমরা এই দেশ নতুন করে গড়তে চাই। নতুনদের সাথে নিয়ে সামনে এগোতে চাই। আমরা এখনো মনে করি, মুক্তিযোদ্ধারা দেশের কাণ্ডারি। এই শক্তি এখনো আমাদের মধ্যে বিদ্যমান আছে। আমরা এই দেশকে আবার পুনরুজ্জীবিত করতে পারব। একাত্তরে যেভাবে করেছি।

এই মহান মুক্তিযুদ্ধ নিয়ে যারা ব্যবসা করেছে তাদের বিচার দাবি করেন সন্টু। তিনি বলেন, আমরা প্রকৃত মুক্তিযোদ্ধারা খুবই ব্যথিত হই যখন দেখি যুদ্ধ না করেই অনেকে মুক্তিযোদ্ধা হয়ে গেছেন। সনদ নিয়ে সরকারের সব সুবিধা ভোগ করছেন। এটা আমাদের মেনে নেওয়া কষ্টের। এর সাথে যারাই জড়িত তাদের বিচারের আওতায় আনার দাবি জানাই। এ সময় তিনি সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী আ. ক. ম. মোজাম্মেলের বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ও দুর্নীতি নিয়ে মামলা করার কথাও জানান।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম