Logo
Logo
×

শেষ পাতা

কলেজছাত্র হৃদয় হত্যা মামলা

গাজীপুরে ওসি ও ডিবি পরিদর্শকসহ ৪ পুলিশ কারাগারে

Icon

গাজীপুর মহানগর প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গাজীপুরে ওসি ও ডিবি পরিদর্শকসহ ৪ পুলিশ কারাগারে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনে কলেজছাত্র হৃদয় হত্যা মামলায় ওসি ও ডিবি পরিদর্শকসহ ৪ পুলিশ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে। গাজীপুরের কোনাবাড়ী থানার সাবেক ওসি, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক ও দুই কনস্টেবলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের গ্রেফতারের নির্দেশ দিয়েছিল।

বৃহস্পতিবার ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পরে তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে হস্তান্তর করা হয়।

গ্রেফতার পুলিশের সদস্যরা হলেন-গাজীপুর কোনাবাড়ী থানার সাবেক ওসি কেএম আশরাফ উদ্দিন, গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মোহাম্মদ শফিকুল ইসলাম, কনস্টেবল ফাহিম হাসান ও কনস্টেবল মাহমুদুল হাসান সজীব।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট গাজীপুরের কোনাবাড়ীতে কলেজছাত্র মো. হৃদয়কে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়।

তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলাটি আমলে নিয়ে তাদের গ্রেফতার ও কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগের ব্যাপারে আরও অনুসন্ধান চলছে। আগামী মাসে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম