Logo
Logo
×

শেষ পাতা

গণতান্ত্রিক ছাত্র সংসদ

২০৫ সদস্যের আহ্বায়ক কমিটি, পদত্যাগ করলেন রিফাত

Icon

যুগান্তর প্রতিবেদন ও ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নবগঠিত ছাত্র সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ লেজুরবৃত্তির ছাত্ররাজনীতি করবে না বলে জানিয়েছেন ছাত্র সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার। তাদের রাজনীতি শিক্ষার্থী এবং বাংলাদেশকেন্দ্রিক হবে বলেও জানিয়েছেন তিনি। ছাত্র সংগঠনটির কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে তিনি এসব কথা বলেন।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নতুন ছাত্র সংগঠনের নাম ও নেতাদের নাম ঘোষণা করা হয়। কেন্দ্রীয় কমিটির সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন জাহিদ আহসান। এদিকে কমিটি ঘোষণার ২৪ ঘণ্টা না পেরোতেই পদত্যাগ করেছেন সংগঠনটির সিনিয়র সদস্য সচিব রিফাত রশীদ।

বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে সরে দাঁড়ানো এবং মধুর ক্যান্টিনে সৃষ্ট বিক্ষোভ ও মারামারির ঘটনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। সংবাদ সম্মেলনে ২০৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

আবু বাকের মজুমদার বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো ক্যাম্পাসে লেজুরবৃত্তিক ছাত্ররাজনীতি চায় না। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গণতান্ত্রিক উপায়ে কাউন্সিলের মাধ্যমে ‘বটম টু টপ অ্যাপ্রোচে’ নেতৃত্ব বাছাই করবে। আমরা দেখি, বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে বয়সসীমা নিয়ে অনেক প্রশ্ন আছে। অনেকে অছাত্র হয়েও সংগঠনে থাকেন। আমাদের এ সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে (কোনো সদস্যের) সর্বোচ্চ বয়স ২৮ বছর হবে।

বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার কমিটিগুলোয় যারা নেতৃত্বে থাকবেন, তারা ভর্তি হওয়া থেকে সর্বোচ্চ সাত বছরের মধ্যে নেতৃত্বে আসতে পারবেন। নারীদের জন্য কমফোর্ট জোন পলিটিক্সের কথা আমরা বলছি। আমরা সেই চর্চা করব, সেই অঙ্গীকারও শিক্ষার্থীদের কাছে আমরা করেছি। আমরা চাই আমাদের রাজনীতি শিক্ষার্থী ও বাংলাদেশকেন্দ্রিক হবে।

সংগঠনের স্লোগান নিয়ে আবু বাকের বলেন, আমরা আমাদের সংগঠনের স্লোগান ঠিক করেছি ‘স্টুডেন্ট ফার্স্ট’। এ স্লোগান সামনে রেখে আমাদের ছাত্ররাজনীতিকে সাজাব। ছাত্রলীগ যে রাজনীতি করেছে, সেটির পরিবর্তন করব। বাকের জানান, ইউনিটভিত্তিক কমিটি প্রস্তুত করা হবে এবং পরবর্তী সময়ে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ পাবে। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া এবং সারা দেশে কমিটি ঘোষণা করতে প্রায় ছয় মাস সময় লেগে যাবে।

মারামারির ঘটনা তদন্তে কমিটি : গণতান্ত্রিক ছাত্র সংসদের আত্মপ্রকাশ ঘিরে বুধবারের বিক্ষোভ ও মারামারির ঘটনা পরিকল্পিত কি না, তা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে নতুন এ সংগঠন। বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। গণতান্ত্রিক ছাত্র সংসদের কমিটিতে রিফাত রশীদ নেই বলেও জানানো হয়। তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে উল্লেখ করা হয়।

২০৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা : সংবাদ সম্মেলনে ২০৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এর একটি বড় অংশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানানো হয়েছে। পরবর্তী সময়ে দেশব্যাপী সংগঠনের কমিটি ঘোষণা করা হবে বলে নেতারা জানিয়েছেন।

কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির বিভিন্ন পদে যারা রয়েছেন-সদস্য সচিব জাহিদ হাসান, মুখ্য সংগঠক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী, মুখপাত্র আশরেফা খাতুন, যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম, নুরুল গণি সগির, খান তালাত মাহমুদ রাফি (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), জুবায়ের হোসেন (ঢাকা কলেজ), মো. আব্দুল করিম, নূর নবী (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), মেহেদী সজিব (রাজশাহী বিশ্ববিদ্যালয়), নাঈম আক্তার রিতা (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), জয় বিশ্বাস, রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, আব্দুল্লাহ মো. তানভীর, তোফাজ্জল হোসেন সাদাত, মিতু আক্তার, ফারাবি জিসান (ব্র্যাক ইউনিভার্সিটি), মাহফুজুর রহমান (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), মুক্তি হোসেন মুক্তার, সোহানুর রহমান সোহাগ, সাব্বির আহমেদ, জানে আলম অপু, মো. জোবায়ের সাফওয়ান, মো. মাহফুজার রহমান, দীপন চৌধুরী, তুহিন আহমেদ, মহিউদ্দিন।

পদে আছেন, সোহেল রানা সাব্বির, মো. তামিম হোসাইন, আবু বক্কর, জাফর ইমাম, গোলাম কিবরিয়া অপু, আসাদ উল্লাহ, ইমরান নাজির, রেজওয়ান শরীফ, মারুফ হাসান প্রান্ত (ইউল্যাব), রেজা-এ-রাব্বী জায়েদ (তিতুমীর কলেজ), এসএম ফয়জুল্লাহ, ইশতিয়াক আহমেদ শিহাব, নিজাম উদ্দিন ও জহিরুল ইসলাম। সিনিয়র যুগ্ম-সদস্য সচিব আল মাসনুন (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), যুগ্ম-সদস্য সচিব সালাউদ্দিন আম্মার (রাজশাহী বিশ্ববিদ্যালয়), সাইফুল ইসলাম, সানজানা অদিতি, আজিজুল হক, কিশোর আনজিম সাম্য (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), আবদুল্লাহ সালেহ অয়ন, আরিফ হোসেন, মো. মাহবুব মির্জা সুমন (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), নন্দন চন্দ্র পাল, আশরাফ অনি, সায়েম রুমন, আনিকা তাহসিনা, মো. মহিউদ্দিন, সাকিবুল হাসান, ইফতি আল জাবেদ, ফেরদৌস আলম, মো. শাকিল, জাবের বিন নূর (ইউল্যাব), মাহফুজুর রহমান (ঢাকা কলেজ) ও মো. আব্দুর সাঈদ নাসিম।

রাতে ঘোষণা দিয়ে সকালে কর্মসূচি স্থগিত : বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে স্থগিত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার রাতে কর্মসূচি ঘোষণা নিয়ে নবগঠিত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার সকালে কর্মসূচি স্থগিত করা হয়। সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নেতারা যুগান্তরকে এ তথ্য জানান। এছাড়া সংগঠনটির আহ্বায়ক এমজেএইচ মঞ্জু দুপুরে তার ভেরিফায়েড ফেসবুক পেজেও স্থগিতের তথ্য জানান। তবে স্থগিতের পরও ঢাকার তিতুমীর কলেজসহ চট্টগ্রাম ও সিলেটে বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ও মানববন্ধন হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম