Logo
Logo
×

শেষ পাতা

উচ্চপর্যায়ে ৮২ পুলিশ কর্মকর্তা ওএসডি

Icon

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

উচ্চপর্যায়ে ৮২ পুলিশ কর্মকর্তা ওএসডি

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচনে দায়িত্ব পালন করা পুলিশের ৮২ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তাদের মধ্যে একজন অতিরিক্ত আইজি এবং ১৫ জন পুলিশ সুপার পদমর্যাদার। অন্যরা ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা।

এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ ও র‌্যাবের হয়ে দায়িত্ব পালন করা ১০৩ কর্মকর্তার পদক প্রত্যাহার করে সরকার। পুলিশের সাবেক আইজি বেনজীর আহমেদ, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার পাশাপাশি একসময় র‌্যাবে দায়িত্ব পালন করা কয়েকজন সেনা কর্মকর্তার নামও রয়েছে এ তালিকায়।

পুলিশ কর্মকর্তাদের পদক প্রত্যাহার এবং ওএসডি করা ছাড়াও একাদশ সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করা সেসময়ের ৩৩ ডিসিকে ওএসডি করা হয়েছে। সবশেষ তারা যুগ্মসচিব হিসাবে বিভিন্ন দায়িত্ব পালন করছিলেন।

যেসব পুলিশ কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে-মোহা. আবদুল আলীম মাহমুদ, এসএম মোস্তাক আহমেদ খান, মোহাম্মদ আনোয়ার হোসেন, মাসুদ আহাম্মদ, মো. মারুফ হোসেন সরদার, নাবিদ কামাল শৈবাল, মোহাম্মদ ইব্রাহীম খান, মো. হামিদুল আলম, বিজয় বসাক, মো. ফারুক উল হক, মো. আমির জাফর, মো. সাজিদ হোসেন, মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, মো. জয়নুল আবেদীন, মোল্লা জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ এহসান শাহ, মো. আজবাহার আলী শেখ, মোহা. সোহেল রেজা, মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া, মুহম্মদ জাহাঙ্গীর মল্লিক, কাজী মুত্তাকী ইবনু মিনান, মোহাম্মদ শরিফুর রহমান।

শাহ্ মিজান শাফিউর রহমান, মোহাম্মদ জায়েদুল আলম, ড. শামসুন্নাহার, রিফাত রহমান শামীম, মিরাজ উদ্দিন আহম্মেদ, মো. মাশরুকুর রহমান খালেদ, সঞ্জিত কুমার রায়, মো. জাকির হোসেন খান, মুহাম্মদ সাইদুর রহমান খান, আসমা সিদ্দিকা মিলি, আব্দুল মোমেন, মো. শাহ আবিদ হোসেন, জয়দেব চৌধুরী, মো. দেলোয়ার হোসেন, কাজী আশরাফুল আজীম, নুরে আলম মিনা, এবিএম মাসুদ হোসেন, মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, মোহা. আহমার উজ্জামান, মো. আলমগীর কবির, মো. ইলিয়াছ শরীফ, আ স ম মাহাতাব উদ্দিন, সৈয়দ নুরুল ইসলাম, মো. আনোয়ার হোসেন খান, এসএম জাহাঙ্গীর আলম সরকার, জিহাদুল কবির, মো. মনিরুজ্জামান, মোহাম্মদ শাহ জালাল, মো. বরকতুল্লাহ খান, মোহাম্মদ উল্ল্যা, এসএম শফিউল্লাহ, মো. সাজ্জাদুর রহমান, মো. মাহবুবুর রহমান, মঈনুল হক, খান মুহাম্মদ রেজোয়ান, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মো. হাসানুজ্জামান, পংকজ চন্দ্র রায়, মো. সাইফুল ইসলাম, মোহাম্মদ সালাম কবির, মো. মোকতার হোসেন, মো. মারুফ হোসেন, মোহাম্মদ মাইনুল হাসান, মো. শহিদুল্লাহ, টিএম মোজাহিদুল ইসলাম, শেখ রফিকুল ইসলাম, সাইফুল্লাহ আল মামুন, টুটুল চক্রবর্তী, মো. ইকবাল হোসেন, মো. রশীদুল হাসান, মো. আলী আশরাফ ভুঞা, মো. মিজানুর রহমান, সৈয়দ আবু সায়েম, মোহা. মনিরুজ্জামান, মো. গিয়াস উদ্দিন আহ্মদ, মুহাম্মদ আশরাফ হোসেন, এসএম রশিদুল হক, মো. মেহেদুল করিম, আবদুল মান্নান মিয়া।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম