
প্রিন্ট: ০৭ এপ্রিল ২০২৫, ১১:৫৭ পিএম

যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ

ছবি: সংগৃহীত
আরও পড়ুন
চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনরত আউটসোর্সিং কর্মচারীদের লাঠিপেটা করে সড়ক থেকে উঠিয়ে দিয়েছে পুলিশ। এ সময় সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করা হয়েছে। এতে কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। শনিবার বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।
সরেজমিন দেখা গেছে, এদিন বেলা ৩টায় সরকারি বিভিন্ন দপ্তরে কর্মরত কয়েকশ আউটসোর্সিং কর্মচারী জড়ো হয়ে চাকরি জাতীয়করণের দাবিতে নানা স্লোগানে জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করেন। এ সময় পল্টন মোড় থেকে জাতীয় ঈদগাহ মোড় পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
আশপাশের এলাকায় প্রচণ্ড যানজট সৃষ্টি হয়। পুলিশের পক্ষ থেকে আন্দোলনকারীদের সড়ক থেকে উঠে যাওয়ার অনুরোধ করা হলেও তারা কর্ণপাত করেননি। ফলে বিকাল সোয়া ৫টায় পুলিশ তাদের লাঠিপেটা করে সড়ক থেকে সরিয়ে দেয়। এ সময় পুলিশ ৫ রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং জলকামান ব্যবহার করে।
পুলিশের লাঠিপেটায় কয়েকজন শ্রমিককে আহত হয়ে পড়ে থাকতে দেখা যায় এবং কয়েকজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। তবে আটকের বিষয়ে পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের তাৎক্ষণিক কিছু জানানো হয়নি।