Logo
Logo
×

শেষ পাতা

তিন স্থানে বিএনপির দুগ্রুপে সংঘর্ষ, আহত ৪৭

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তিন স্থানে বিএনপির দুগ্রুপে সংঘর্ষ, আহত ৪৭

ছবি: সংগৃহীত

তিন স্থানে বিএনপির দুগ্রুপে সংঘর্ষ, আহত ৪৭

ছবি: সংগৃহীত

বিএনপির দুগ্রুপের সংঘর্ষে তিন স্থানে ৪৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে হবিগঞ্জে ওরস পালন কেন্দ্র করে সংঘর্ষে ২০ জন, ফেনীতে পূর্বশত্রুতার জেরে সংঘর্ষে ১৫ জন এবং ময়মনসিংহে হামলায় ১০ জন আহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-

মাধবপুর (হবিগঞ্জ) : শুক্রবার রাতে মাধবপুর উপজেলার কালিকাপুর বাজারে বাঘাসুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাজিদুর রহমান সজল ও যুবদল নেতা নজরুল গাজীর লোকজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়ায়। এ সময় ভাঙচুর করা হয় বিএনপির স্থানীয় একটি কার্যালয়। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় কেউ এখনো অভিযোগ দেয়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সোনাগাজী (ফেনী) : সোনাগাজীতে যুবদল নেতার বাড়িতে হামলা করেছে অস্ত্রধারী কয়েকজন যুবক। এতে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার বিকালে উপজেলার চর খোন্দকার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে জড়িতরা পলাতক হওয়ায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন সোনাগাজী থানার ওসি।

উপজেলার চর খোন্দকারে এক্সকেভেটর ভাড়া দেওয়ার ঘটনায় উপজেলা যুবদলের সদস্য সাইদ হোসেন আইভির সঙ্গে চর খোন্দকার আব্দুল শুক্কুরের ছেলে ও চরচান্দিয়া ইউনিয়ন যুবদল নেতা সাইফুল ইসলাম সুজনের দ্বন্দ্ব হয়। এরই জেরে আইভির নেতৃত্বে ১০-১২ জন সশস্ত্র যুবক সুজনের ওপর হামলা করে। সোনাগাজী থানার ওসি বায়েজীদ আকন বলেন, জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

ফুলপুর (ময়মনসিংহ) : তারাকান্দা নতুন বাজার রাস্তায় শনিবার বিকালে এ হামলা হয়। তারাকান্দায় জেলা উত্তর বিএনপির সমাবেশে যোগ দিতে যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদারের সমর্থনে ফুলপুরের একটি মিছিল যায়। নতুন বাজারে পৌঁছলে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিলের সমর্থকরা হামলা করে। মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিল জানান, এ বিষয়ে তার কিছু জানা নেই। তারাকান্দা থানার ওসি টিপু সুলতান জানান, মিছিল আগে পরে যাওয়া নিয়ে সংঘর্ষের খবর পেয়েছি। এখনো কোনো অভিযোগ পাইনি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম