Logo
Logo
×

শেষ পাতা

দ্রুত নির্বাচন দিতে প্রধান উপদেষ্টাকে ফখরুলের অনুরোধ

Icon

কুমিল্লা ব্যুরো ও লাকসাম-মনোহরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দ্রুত নির্বাচন দিতে প্রধান উপদেষ্টাকে ফখরুলের অনুরোধ

জাতিকে অনিশ্চয়তায় না রেখে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দ্রুত নির্বাচন দেওয়ার অনুরোধ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবাই সহায়তা না করলে অন্তর্বর্তী সরকার কাজ করতে পারবে না উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি এ সরকারকে সহযোগিতা করছে। বিএনপি দীর্ঘ বছর লড়াই-সংগ্রাম করেছে। কিন্তু তাদের অনেকের ভাবখানা এমন বিএনপি কিছুই করেনি। বিএনপি চায় এই সরকার সফল হোক।’ রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে বৃহস্পতিবার বিকালে কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এ অনুরোধ জানান।

বাংলাদেশ ক্রান্তিকাল অতিক্রম করছে উল্লেখ করে ফখরুল বলেন, ‘ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতি রাজনীতি সব ধ্বংস করে দিয়ে গেছে। ভোট ছাড়া আওয়ামী লীগ দেশের ক্ষমতা দখল করেছিল দীর্ঘ বছর। সবশেষ ডামি নির্বাচন করে নির্বাচনব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে তারা। ফ্যাসিস্ট সরকারের স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের এলাকা লাকসাম-মনোহরগঞ্জের মানুষ অনেক বেশি নির্যাতিত হয়েছে। এ এলাকায় মানুষের ভোটের অধিকার হরণ করেছে, তারা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা-মামলা দিয়ে বাড়িছাড়া করেছে। আজ তারা কোথায়। সেই পরিস্থিতির অবসান হয়েছে।’

‘বিএনপির সাতশ নেতাকর্মীকে গুম করেছে আওয়ামী লীগ। লাকসামে দুজন বিএনপির জনপ্রিয় নেতা সাইফুল ইসলাম হীরু ও হুমায়ন কবির পারভেজকে গুমের মধ্য দিয়ে তাদের গুম শুরু হয়েছিল। শেখ হাসিনার ভাগাভাগির নির্বাচন মেনে নেননি খালেদা জিয়া। তাই তাকেও জেল খাটিয়েছে’, যোগ করেন বিএনপির মহাসচিব। তিনি আরও বলেন, ‘সংস্কার সংস্কার করছে কিছু লোক কিন্তু এসব সাধারণ মানুষ বোঝে না। দুইবেলা পেট পুরে খেতে পারাটাই সবচেয়ে বড় সংস্কার। দয়া করে দেশের মানুষকে শান্তি দিন। এনার্কি কখনো দেশের জন্য ভালো কিছু দিতে পারে না।’

দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘ভোটের মাধ্যমে জনগণের সরকার আসবে। সেজন্য বিএনপি বলছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিন। অনেকে সমালোচনা করে কিন্তু এটা ছাড়া উপায় কী। দেশে ভোট হলে দেশ স্থিতিশীল হবে। অন্যান্য দলেরও এ কথা বলা উচিত।’

দেশকে কোনো ঝুঁকির মধ্যে ফেলা উচিত হবে না বলে জানান ফখরুল। তিনি বলেন, ‘অনেক বিনিয়োগকারী মুখ ফিরিয়ে নিচ্ছেন। যার প্রভাব অর্থনীতিতে পড়ছে। আজ যে সম্ভাবনা দেখা দিয়েছে তা বাংলাদেশের স্বার্থে কাজে লাগানো দরকার।’ নির্বাচন এলেই হানাহানি আর যেন না হয় সেদিকে নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখার পরামর্শ দিয়ে ফখরুল বলেন, ‘পাশের দেশে বসে প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে শেখ হাসিনা। ভারত যদি মনে করে শেখ হাসিনাই তাদের বন্ধু তাহলে তারা বাংলাদেশকে আর পাশে পাবে না।’

কেন্দ্রীয় কমিটির শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল কালামের সভাপতিত্বে ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব সরোয়ার জাহান দোলন, লাকসাম উপজেলা যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন মশু ও শাহ আলমের পরিচালনায় জনসভায় বক্তৃতা করেন-বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৯ আসনের সাবেক সংসদ-সদস্য কর্নেল আনারুল আজিম, দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আমিনুল ইসলাম ইয়াছিন, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা জেলা বিএনপির সদস্য সচিব ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি আশিকুর রহমান ওয়াসিম, কুমিল্লা উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক কপিল উদ্দিন কপিল, দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আমির হোসেন আমির, লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান বাদল, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ সুলতানা খোকন, উপজেলা বিএনপির সদস্য ও দৌলতগঞ্জ বাজার বণিক সমিতির আহ্বায়ক মজির আহম্মদ প্রমুখ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম