Logo
Logo
×

শেষ পাতা

অটোরিকশাচালকদের সড়ক অবরোধে নগরীতে দুর্ভোগ

পরে নির্দেশনা বাতিল বিআরটিএ’র

Icon

বিশেষ প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অটোরিকশাচালকদের সড়ক অবরোধে নগরীতে দুর্ভোগ

মিটারে না চললে জরিমানা সংক্রান্ত বিআরটিএ-এর প্রজ্ঞাপন বাতিলসহ বিভিন্ন দাবিতে রোববার সকালে আন্দোলনে নামেন সিএনজিচালিত অটোরিকশাচালকরা। ঢাকার বিভিন্ন রাস্তায় দুপুর পর্যন্ত অবরোধ করেন তারা। এতে নগরবাসী চরম ভোগান্তির শিকার হন। অবরোধ চলাকালে ‘মিটারে না চললে জরিমানা’ সম্পর্কিত বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) সাম্প্রতিক নির্দেশনাটি বাতিল করা হয়। এরপর সিএনজিচালিত অটোরিকশাচালকরা সড়ক ছেড়ে দেন।

এর সমালোচনা করে যাত্রীকল্যাণ সমিতি বলেছে, নির্দেশনা বাতিল করে বিআরটিএ অসহায় যাত্রীদের সিএনজিচালিত অটোরিকশাচালকদের হাতে তুলে দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, ঢাকার রামপুরার বনশ্রী, মিরপুর-১, মিরপুর-১৪ নম্বরসহ বিভিন্ন সড়কে সিএনজিচালিত অটোরিকশাচালকরা রোববার সকাল থেকে অবরোধ করেন। এতে অনেক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। গাবতলী মাজার রোড, তেজগাঁও কলেজ রোড, শনিরআখড়া, ধোলাইপাড়, আগারগাঁওসহ বিভিন্ন সড়কেও অবরোধের খবর পাওয়া যায়। এতে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। এর মধ্যেই জরিমানা সংক্রান্ত নির্দেশনা বাতিল করে সরকার।

রামপুরায় সকাল সাড়ে ১০টার দিকে অটোরিকশাচালকদের সড়ক থেকে সরে যেতে দেখা যায়। পরে বেলা ১১টার দিকে তারা আবার সড়ক অবরোধ করেন। দুপুরের দিকে তারা সরে যান। আর দুপুর ১২টার দিকে মহাখালীতে বিআরটিএ ভবনের সামনে সিএনজিচালিত অটোরিকশার চালকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

এ প্রসঙ্গে ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো বিজ্ঞপ্তিতে অবরোধ প্রত্যাহার করে যান চলাচলে কোনোরকম প্রতিবন্ধকতা সৃষ্টি না করার জন্য অনুরোধ করা হয়।

মিটারে না চললে অটোরিকশাচালকের সর্বোচ্চ জরিমানা হতে পারে ৫০ হাজার টাকা-মঙ্গলবার বিআরটিএ সড়ক পরিবহণ আইন-২০১৮ এর ৩৫(৩) ধারার বিধান কার্যকর করতে পুলিশকে নির্দেশনা প্রদান করেছিল।

বিআরটিএ যাত্রীদের সিএনজিচালিত অটোরিকশাচালকদের হাতে তুলে দিয়েছে-যাত্রীকল্যাণ সমিতি : মিটারের অতিরিক্ত ভাড়া আদায়কারী অটোরিকশার বিরুদ্ধে মামলা করার নির্দেশনা বাতিল করে বিআরটিএ অসহায় যাত্রীদের সিএনজিচালিত অটোরিকশাচালকদের হাতে তুলে দিয়েছেন। এছাড়া মিটারে না চালানোর একদফা দাবিতে আন্দোলনকারী সিএনজিচালিত অটোরিকশাচালকদের কাছে নতি স্বীকার করেছে। রোববার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এমন অভিযোগ করেন বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।

যাত্রীকল্যাণ সমিতির পক্ষ থেকে অভিযোগ করা হয়, গত সরকারের আমলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ১৩ হাজার করে ২৬ হাজার ৯৯৬টি সিএনজিচালিত অটোরিকশার রিপ্লেসমেন্ট প্রক্রিয়ায় একটি ভয়াবহ সিন্ডিকেট গড়ে তোলা হয়। এর সঙ্গে যুক্ত ছিলেন তৎকালীন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তার পরিবারের আশীর্বাদপুষ্ট বিআরটিএ-এর কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা। তারা সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতি, ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক লীগ, অটোরিকশা উত্তরা মোটরের কিছু ডিলারকে নিয়ে সিন্ডিকেট গড়ে তোলে। সেই সিন্ডিকেট সিএনজিচালিত অটোরিকশার রিপ্লেসমেন্ট খাত থেকে প্রায় ১২০০ কোটি টাকার দুর্নীতি করেছে। এ কারণে ৩ লাখ টাকার একেকটি সিএনজিচালিত অটোরিকশা এখন ৩০ থেকে ৩৫ লাখ টাকা।

এসব বিষয়ে যাত্রীকল্যাণ সমিতি আজ বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করবে বলেও জানানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম