Logo
Logo
×

শেষ পাতা

আবু সাঈদ হত্যা মামলার আসামি আকাশ গ্রেফতার

Icon

জামালপুর ও ইসলামপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আবু সাঈদ হত্যা মামলার আসামি আকাশ গ্রেফতার

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ হত্যা মামলার আসামি ইমরান চৌধুরী আকাশকে গ্রেফতার করেছে জামালপুরের ইসলামপুর থানা পুলিশ। শনিবার রাতে ইসলামপুর সদর ইউনিয়নের গঙ্গাপাড়ার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

সারা দেশে চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানে গ্রেফতার আকাশ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শেখ রাসেল শিশু কিশোর ক্রীড়া চক্রের সভাপতি ছিলেন। তিনি ইসলামপুরের গঙ্গাপাড়ার শাহেন শাহ চৌধুরী শাহিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আকাশকে গ্রেফতার করা হয়েছে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর তিনি আত্মগোপনে ছিলেন। তিনি আবু সাঈদ হত্যা মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান, ৫ আগস্টের পর থেকে পলাতক আকাশ সরকারকে বেকায়দায় ফেলতে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছিল। ডেভিল হান্ট অপারেশনের আওতায় ইসলামপুর থানার পুলিশ শনিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ইসলামপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ইসলামপুর পৌর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ চন্দন গোয়ালা ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইউল ইসলাম শোভনকেও গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম