Logo
Logo
×

শেষ পাতা

সচিবালয়ের সামনে অবস্থান

চাকরিচ্যুত পুলিশ সদস্যদের লাঠিপেটা

নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চাকরিচ্যুত পুলিশ সদস্যদের লাঠিপেটা

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন সময়ে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা চাকরি পুনর্বহালের দাবিতে বৃহস্পতিবার সচিবালয়ের সামনে অবস্থান নিলে তাদের লাঠিপেটা করা হয়।

এ সময় অন্দোলনরত পুলিশ সদস্যদের পালটা হামলায় আহত হন ডিএমপির রমনা বিভাগের উপকমিশনারের (ডিসি) মাসুদ আলম ও শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর। দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনায় অন্তত ৫ জনকে আটক করেছে পুলিশ।

আন্দোলনকারীরা দুপুর ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওয়ানা হন। প্রথমে দুই জায়গায় ব্যারিকেড দেয় পুলিশ। এ সময় তারা পুলিশের বাধা অতিক্রম করে সচিবালয়ের সামনে গিয়ে অবস্থান নেন। পরে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা তাদের সচিবালয়ের সামনে থেকে সরে যেতে বলেন। কিন্তু তারা সরতে রাজি না হলে বাগবিতণ্ডা বাধে। একপর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে।

আন্দোলনকারী মিজানুর রহমান বলেন, আমরা শান্তিপূর্ণ অবস্থান করছিলাম চাকরি ফিরে পাওয়ার জন্য। ১০ জনকে মারাত্মকভাবে জখম করা হয়েছে। কয়েকজনকে ধরেও নিয়ে গেছে। আমরা এ হামলার সুষ্ঠু সমাধান চাই এবং আমাদের চাকরি ফিরে পেতে চাই। রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, আমরা তাদের বলেছি সচিবালয়ের সামনে থাকা যাবে না। আমরা তাদের সরিয়ে দিতে চাইলে তারা আমাদের ওপর হামলা করেছে। কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে জলকামান নিক্ষেপ, লাঠিচার্জ করে এবং সবশেষ ৩ দিক থেকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয় তাদের।

তাঁত বোর্ডের অধীন থেকে বস্ত্র অধিদপ্তরের আওতায় কলেজ স্থানান্তরিত করার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, উদ্দেশ্যমূলকভাবে নরসিংদী ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম বন্ধ করে আগামী এক সপ্তাহের মধ্যে টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে বলা হয়। কিন্তু শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে গত কয়েকদিন ধরেই আন্দোলন করছেন।

এর প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা সচিবালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। এ সময় পুলিশের পক্ষ থেকে সংশ্লিষ্ট সচিবের সঙ্গে আলোচনায় বসার জন্য একটি প্রস্তাব দেওয়া হয়। তবে শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে উপদেষ্টাকে ঘটনাস্থলে হাজির হওয়ার দাবি জানান। একপর্যায়ে তারা সচিবালয়ের ভেতরে প্রবেশ এবং বাইরে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করেন। এ পর্যায়ে পুলিশ তাদের সরে যাওয়ার অনুরোধ করেন।

শিক্ষার্থীরা সেটি না শোনার পর তাৎক্ষণিকভাবে জলকামান ও লাঠিচার্জ করা হয়। পরে তিন দিক থেকে পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, আমরা বারবার তাদের সরে যাওয়ার অনুরোধ জানিয়েছি। শিক্ষার্থীদের আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তারা তা প্রত্যাখ্যান করেন। পরে যান চলাচল এবং জনজীবন স্বাভাবিক করতে তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিয়েছি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম