Logo
Logo
×

শেষ পাতা

অমর একুশে বইমেলা ২০২৫

পাঠক-দর্শনার্থীর ভিড় বাড়ছে বইমেলায়

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পাঠক-দর্শনার্থীর ভিড় বাড়ছে বইমেলায়

ফাইল ছবি

একুশে বইমেলায় পাঠক ও দর্শনার্থীদের ভিড় বাড়ছে। তরুণ পাঠকদের মাঝে নতুন বই হাতে নিয়ে ছবি তোলা বা দর্শনীয় স্টল দেখে সেলফি তোলার হিড়িকও বাড়ছে। তরুণ-তরুণীদের মাঝে বেড়েছে ঘুরে ঘুরে পছন্দের বই কেনার তাগিদও। বুধবার বইমেলায় লোকসমাগম বাড়ার সঙ্গে সঙ্গে বই বিক্রি কম ছিল না। এদিকে বইমেলায় দর্শনার্থীরা যে শুধু বই কিনছেন তা নয়, এখানে মিলছে বিনামূল্যে স্বাস্থ্যসেবাও। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বিআরবি হসপিটাল লিমিটেড, হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, সিওক হেলথকেয়ার, ম্যানেজমেন্ট নেটের মতো বিভিন্ন প্রতিষ্ঠান দর্শনার্থীদের সেবা দিচ্ছে।

ধানমন্ডি থেকে মেলায় আসা সাবিহা, শোভা, প্রকাশ বেছে বেছে কিছু বই কিনেছেন। তারা যুগান্তরকে বলেন, শুক্র ও শনিবার দেখেশুনে আরাম করে পছন্দমতো বই কিনতে পারি না। আজ বেশ সময় নিয়ে কিছু বই কিনেছি। হাঁটাচলা করতেও বেশ আরাম।

মেলায় রেড ক্রিসেন্ট বাংলাদেশের মেডিকেল টেকনোলজিস্ট খন্দকার রাকিব বলেন, মেলায় এই পর্যন্ত প্রায় ২০০ ব্যাগ ব্লাড সংগ্রহ করেছি। যারা বিনামূল্যে ব্লাড ডোনেট করছেন, তাদের বিনামূল্যে চারটি টেস্ট করিয়ে দিচ্ছি। যা বাইরে দুই থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত খরচ লাগে। টেস্টগুলো হলো, এইচআইভি টেস্ট, এইচবিএস টেস্ট, এইচসিভি টেস্ট, টিপি এইচএ/ভিডিআরএল টেস্ট এবং ইরেগুলার ব্লাড গ্রুপ টেস্ট।

সিউক হেলথকেয়ার নামের একটি স্টলে প্রতি শুক্রবার এবং শনিবার দুজন বিশেষজ্ঞ ডাক্তার বসেন। তারা মেলার দর্শনার্থীদের ফ্রিতে চিকিৎসা ও পরামর্শ দিচ্ছেন। পাশাপাশি দর্শনার্থীদের ফ্রিতে ব্লাড প্রেসার চেকআপ, ডায়াবেটিস চেকআপ, কাউন্সেলিং করছে হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার নামের একটি প্রতিষ্ঠান।

এদিকে বাংলা একাডেমির ‘কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার ২০২৫-এ ভূষিত হয়েছেন কবি আল মুজাহিদী এবং ‘সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার ২০২৪’-এ ভূষিত হয়েছেন অধ্যাপক হান্স হার্ডের ও কথাশিল্পী বর্ণালী সাহা। ২৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৫টায় ‘অমর একুশে বইমেলা’র সমাপনী অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত লেখকদের পুরস্কারের অর্থ, সম্মাননাপত্র ও সম্মাননা-স্মারক দেওয়া হবে। বুধবার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

মেলায় নতুন বই ৮৯টি : বুধবার অমর একুশে বইমেলার ১২তম দিন পার হয়েছে। এদিন নতুন বই এসেছে ৮৯টি। এ পর্যন্ত নতুন বই এসেছে ৯১৭টি। বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘স্লোগান : বাঙালি জাতীয়তাবাদের ধারাবাহিকতায় বাকশাল গঠন, বাংলা সাহিত্যের দায় ও ২৪-এর গণ-অভ্যুত্থান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন হাসান রোবায়েত। আলোচনায় অংশগ্রহণ করেন মঈন জালাল চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরহাদ মজহার।

আলোচক মঈন জালাল চৌধুরী বলেন, স্লোগান মানুষের প্রতিবাদের ভাষা। আমাদের অভ্যন্তরে ও চেতনায় যে ক্রোধ, প্রতিবাদ জমে ওঠে তারই বহিঃপ্রকাশ হলো স্লোগান। সভাপতির বক্তব্যে ফরহাদ মজহার বলেন, আমাদের দেশে ফ্যাসিবাদী চিন্তাচেতনা গড়ে ওঠার পেছনে যে মাইলফলকগুলো রয়েছে, স্লোগানের মধ্যদিয়ে সেগুলো আমরা অনুধাবন করতে পারি। লেখক বলছি মঞ্চে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন কবি ফয়েজ আলম এবং কবি সৈয়দ রনো। সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী শিরিন জাহান এবং শাকিলা মতিন মৃদুলা।

বৃহস্পতিবার মেলা শুরু হবে বেলা ৩টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ২০২৪’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন সারোয়ার তুষার। আলোচনায় অংশগ্রহণ করবেন যোবায়ের আল মাহমুদ এবং নুসরাত সাবিনা চৌধুরী। সভাপতিত্ব করবেন মাহবুব মোর্শেদ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম