Logo
Logo
×

শেষ পাতা

রিমান্ডে নাসার নজরুল ডা. এনাম ও কামালপুত্র জ্যোতি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রিমান্ডে নাসার নজরুল ডা. এনাম ও কামালপুত্র জ্যোতি

ছবি: সংগৃহীত

এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারকে ১০ দিন এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর আসাদুজ্জামান খান কামালের ছেলে শাফি মোদ্দাসির খান জ্যোতিকে ৭ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। এছাড়া একই সঙ্গে সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, নজরুল ইসলাম মজুমদারসহ ৫ জনকে নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বুধবার শুনানি নিয়ে ঢাকা মহানগর হাকিম এমএ আজহারুল ইসলাম এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ওমর ফারুক ফারুকী এসব তথ্য নিশ্চিত করেন। এদিন নজরুল ও জ্যোতিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তারা। রিমান্ডের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী। রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আদেশ দেন।

এর মধ্যে ধানমন্ডি ও যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় নজরুল ইসলাম মজুমদারের ৫ দিন করে দুই মামলায় ১০ দিনের এবং ধানমন্ডি থানার হত্যাচেষ্টা মামলায় শাফি মোদ্দাসির খান জ্যোতির ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রিমান্ড শুনানিতে ওমর ফারুক ফারুকী বলেন, আন্দোলন যখন চলছিল, তখন ব্যাংকার ও ব্যবসায়ীরা একটা মিটিং করেছিলেন। সেই মিটিংয়ে তিনি বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যে বৈষম্যবিরোধী আন্দোলনের বিরোধিতা করেছিলেন এবং শেখ হাসিনা বলেছিলেন, আপনি চালিয়ে যান আমরা আপনার পাশে আছি।

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সব জায়গায় তার নিজস্ব লোক নিয়োগ করেছিল। যেমন: ফুটবলে নিয়োগ করেছিলেন সালাউদ্দিনকে এবং সাংবাদিকদের নিয়ন্ত্রণ করার জন্য নিয়োগ করেছিলেন শ্যামল দত্ত ও সুভাষ সিংহ রায়ের মতো লোককে। ব্যবসায়ী ও ব্যাংকারদের নিয়ন্ত্রণ করার জন্য যে লোককে হাসিনা নিয়োগ করেছিলেন, সেই লোকটা নজরুল ইসলাম মজুমদার। একপর্যায়ে নজরুল ইসলাম নিজেই কিছু বলতে চান বলে আদালতকে বলেন। এরপর আদালত তাকে অনুমতি দেন। তখন তিনি বলেন, আমি হার্টের রোগী। অনেক কষ্ট হচ্ছে। ওই সময় শেখ হাসিনার পাশে না থাকলে, আমার বড় ভাই ৫ বছর এমপি ছিল, সেই বড় ভাইকে ক্রসফায়ারে মারা হয়েছে। আমারও সেই অবস্থা হতো। আমার রিমান্ড বাতিল করে আমাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

এরপর আবার রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ফারুকী বলেন, ছাত্রদের হত্যার মামলায় আসামিরা যখন কোর্টে আসে, তাদের অসুস্থতা, ক্যানসার, বয়স্ক, এটা নাই-সেটা নাই-অনেক কিছু হয়ে যায়। জুলাই আন্দোলনের সময় এমন জোরে জোরে বক্তব্য দিয়েছেন, তখন মনে হয়নি তিনি অসুস্থ। পরে আদালত আদেশ দেন।

কামাল-নজরুলসহ ৫ জন নতুন মামলায় গ্রেফতার : এদিন একই সঙ্গে সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারসহ ৫ জনকে নতুন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। অন্যরা হলেন-ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা, যাত্রাবাড়ী থানার সাবেক ওসি মোহাম্মদ আবুল হাসান ও মাইন উদ্দিন মিয়া। এর মধ্যে কামাল আহমেদ মজুমদারকে পল্লবী থানার মামলায়, নজরুল ইসলাম মজুমদারকে বাড্ডা থানার মামলায়, দিলীপ কুমার আগারওয়ালাকে গুলশান থানার মামলায়, মোহাম্মদ আবুল হাসানকে যাত্রাবাড়ী থানার মামলায় এবং মাইন উদ্দিন মিয়াকে পল্লবী থানার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

ডা. এনাম রিমান্ডে, নতুন মামলায় গ্রেফতার সালমান-শম্ভু-মামুন : এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা জেলার সাভারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কাইয়ুম হত্যা মামলায় সাবেক প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের ৫ দিনের রিমান্ড নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। এদিন সকালে ঢাকার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম কেএম মহিউদ্দিন এ আদেশ দেন। এছাড়া সাভার থানার আরও ৬ মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এদিকে আশুলিয়া থানার এক হত্যা মামলায় ডা. এনামুর রহমান, বরগুনা-১ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ-সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে এবং আরেক মামলায় শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে। ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তাজুল ইসলাম তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম