Logo
Logo
×

শেষ পাতা

নাফ নদীর মোহনা

চার বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

Icon

কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চার বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ছবি: সংগৃহীত

টেকনাফের নাফ নদী থেকে ট্রলারসহ চার বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর নাফ নদীর সীমান্ত এলাকায় কোস্ট গার্ড ও বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে। কোস্ট গার্ডের শাহপরীর দ্বীপ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এইচএম সারতাজ বিন সোহরাব বিষয়টি নিশ্চিত করেছেন। অপহৃত জেলেরা হলেন-মোহাম্মদ হাছান, আব্দুর রকিম, মোহাম্মদ জাবের, মোহাম্মদ হাসান। সবাই শাহপরীর দ্বীপের দক্ষিণ পাড়ার বাসিন্দা। ট্রলারটির মালিক হাছান।

লেফটেন্যান্ট সারতাজ জানান, তিন জেলেসহ হাছান ট্রলার নিয়ে নাফ নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে মিয়ানমারের দিক থেকে একটি স্পিডবোটে আরাকান আর্মির সদস্যরা এসে ট্রলারটি ঘিরে ফেলে। অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ট্রলারটি তারা মিয়ানমারের জলসীমায় নিয়ে যায়। অপহৃতদের উদ্ধারে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পাশাপাশি নাফ নদীতে নজরদারি বাড়ানো হয়েছে। তিনি বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, বিজিবি ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন জানান, জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি বিভিন্ন মাধ্যমে শুনেছি। তাদের ফেরত আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। এ ব্যাপারে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমানসহ সংশ্লিষ্টদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি।

শাহপরীর দ্বীপের দক্ষিণ নৌঘাটের সভাপতি বশির আহমদ জানান, প্রতিদিনের মতো সকালে চারজন সাগরে মাছ ধরতে রওয়ানা হন। এরপর নাফ নদীর মোহনা থেকে তাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি। খবর পেয়ে আমরা বিজিবি ও কোস্ট গার্ডসহ সংশ্লিষ্টদের জানিয়েছি। আটক জেলেদের ফেরত আনতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন জেলেদের স্বজনরা।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম