Logo
Logo
×

শেষ পাতা

ড. ইউনূসের চরিত্র হননে মিলিয়ন ডলার ব্যয় করছে আ.লীগ: প্রেস সচিব

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ড. ইউনূসের চরিত্র হননে মিলিয়ন ডলার ব্যয় করছে আ.লীগ: প্রেস সচিব

ছবি: সংগৃহীত

শেখ হাসিনার অলিগার্করা মিলিয়ন ডলার খরচ করে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আওয়ামী লীগ ড. মুহাম্মদ ইউনূসের চরিত্র হননের চেষ্টা করছে। ভারতীয় মিডিয়াও এ অপপ্রচারের সঙ্গে জড়িত। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম শনিবার জাতীয় প্রেস ক্লাবে ‘দ্রোহের গ্রাফিতি : ২৪-এর গণ-অভ্যুত্থান’ শিরোনামের একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে একথা বলেন। বইটি লিখেছেন জিএম রাজিব হোসেন।

গণ-অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ জুলাই-আগস্টে ছাত্র-জনতার অর্জনকে নস্যাৎ করতে চাইছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, আওয়ামী লীগ এবং পতিত স্বৈরাচার, চোরতন্ত্রের জননী, গুমের জননী বাংলাদেশের এই ন্যারেটিভকে (বয়ান) চ্যালেঞ্জ করতে চাইছে। আপনি ওদের মেসেজগুলো দেখেন, তিন হাজার পুলিশ মারা গেছে। ওদের মেসেজে ড. ইউনূস হচ্ছে ‘জঙ্গি লিডার’, ইউনূসকে ঘিরে যারা আছে তারা জঙ্গি লিডার। এটা খুবই ওয়েল কনস্ট্রাকটেড ক্যাম্পেইন। ভারতীয় মিডিয়াও এটার সঙ্গে জড়িত। হাসিনার অলিগার্কগুলো মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছে।

শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ গণ-অভ্যুত্থানকে দেশবিরোধী চক্রান্ত হিসাবে প্রমাণ করতে চায় বহির্বিশ্বে। তাদের শাসনামলে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ড এবং বিচার বিভাগের ওপর নির্বিচার হস্তক্ষেপের অভিযোগ আনেন তিনি। ?

জুলাই-আগস্টের বিপ্লবকে ধরে রাখতে সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানিয়ে ছাত্র-জনতার উদ্দেশে শফিকুল আলম বলেন, আপনারা যারা ভাবছেন আমাদের বিপ্লব জুলাই-আগস্টের ২১ দিন, তারা ভুল ভাবছেন। তার আগেও স্ট্রাগল হয়েছে ১৫ বছর। আগামীতে আরও ১৫ বছর এই স্ট্রাগল (সংগ্রাম) আমাদের করতে হবে। আমরা একটু থেমে যাব, ওরা আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করবে-এটা যাতে না হয়। বাংলাদেশে যাতে কোনোভাবে স্বৈরাচার এবং তার সাঙ্গ-পাঙ্গরা ফিরে আসতে না পারে। এটার জন্য আমাদের অনেককে মূল্য দিতে হবে।

রমজানে পণ্যের দাম স্থিতিশীল থাকবে : অনুষ্ঠান থেকে বের হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, মুদ্রাস্ফীতি ক্রমেই নিয়ন্ত্রণে আসছে। সেই ধারাবাহিকতায় পবিত্র রমজান মাসে জিনিসপত্রের দাম স্থিতিশীল থাকবে। আওয়ামী লীগের ১৫ বছরে আড়াই লাখ কোটি টাকা পাচার হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ব্যাংকগুলো থেকে সব টাকা লুটপাট করা হয়েছে। কিন্তু আমরা কোনো ব্যাংক অবসায়ন হতে দেইনি। প্রত্যেক গ্রাহক তাদের টাকা ফেরত পাচ্ছেন। আমরা কোনো ব্যাংক বন্ধ হতে দেইনি।

রিজার্ভসংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রচুর প্রাইভেট কোম্পানি বাংলাদেশে ইনভেস্টমেন্ট করে তাদের লভ্যাংশ নিতে পারেনি। ফলে আদানিসহ বিভিন্ন কোম্পানি বাংলাদেশের কাছে প্রচুর টাকা পেত। ইত্তিহাদ এয়ারলাইন্সের মতো বড় প্রতিষ্ঠান ব্যবসা গুটিয়ে নিয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সেই টাকাগুলো দেওয়া হচ্ছে। বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে দাবি করে প্রেস সচিব বলেন, গত মাসে মুদ্রাস্ফীতি ১ শতাংশ কমেছে। জুলাই নাগাদ ৭ থেকে ৮ শতাংশে নেমে আসবে। জনজীবনে স্বস্তি ফিরে আসবে। অর্থনীতি স্থিতিশীল হচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও এই স্থিতিশীলতার আভাস দিয়েছেন। মুদ্রাস্ফীতি ক্রমেই কমে আসবে।

ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ৩২-এর ব্যাপারে আমরা তিনটি স্টেটমেন্ট দিয়েছি। প্রধান উপদেষ্টা বলেছেন সবাইকে শান্ত হওয়ার জন্য এবং ইতোমধ্যে জনগণ শান্ত হয়েছে। আমরা এই বিষয়ে কাজ করছি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। সাংবাদিক কাদের গণি চৌধুরী, সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম