ঝুট ব্যবসা নিয়ে বিরোধ
গাজীপুরে বিএনপির দুই গ্রুপ মুখোমুখি হামলায় আহত ৫
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন ও গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
![গাজীপুরে বিএনপির দুই গ্রুপ মুখোমুখি হামলায় আহত ৫](https://cdn.jugantor.com/assets/news_photos/2025/02/07/Jhogra-1-670fd5afaf556-67a52b4f8fae6.jpg)
গাজীপুরের বাসন এলাকার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে মুখোমুখি স্থানীয় বিএনপির দুই গ্রুপ। চলমান দ্বন্দ্ব বৃহস্পতিবার সংঘাতে রূপ নেয়। স্থানীয় ম্যানাল ফ্যাশন নামের একটি প্রতিষ্ঠানের ঝুট নামাতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। এর জেরে এক গ্রুপ আরেক গ্রুপের বেশ কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর এবং পাঁচটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছে। হামলায় কমপক্ষে পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে আব্দুল জব্বার রিতু (৪৩), পিন্টু (৪৫) ও সিরাজুল হকের নাম জানা গেছে। আহত অপর দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। স্থানীয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ ও তার গ্রুপের লোকজন এরই মধ্যে ৩০-৩৫টি কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়েছেন। এর ধারাবাহিকতায় তানভীরের বাহিনীর সদস্যরা বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ১৪ নম্বর ওয়ার্ড এলাকার ম্যানাল ফ্যাশন নামের একটি প্রতিষ্ঠানের ঝুট নামাতে যান। তখন ওই ওয়ার্ড যুবদলের সভাপতি নাজমুলের নেতৃত্বে স্থানীয় লোকজন বাধা দেন। এ সময় তানভীরের সশস্ত্র ক্যাডার বাহিনী এলাকার কয়েকটি বাড়িতে হামলা চালান বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা কয়েকটি মোটরসাইকেলে আগুনও দেন।
স্থানীয় সূত্র জানায়, বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজের বাড়ি কড্ডা এলাকায়। প্রায় ১০ কিলোমিটার দূরের বাসিন্দা হয়েও বাসন এলাকায় অবস্থিত ম্যানাল ফ্যাশন থেকে কিছুদিন ধরে জোরপূর্বক ঝুট নামানোর চেষ্টা করছিলেন। আগে স্থানীয় আওয়ামী লীগের যারা ঝুটের নিয়ন্ত্রণকারী ছিলেন, তাদের সঙ্গে গোপন আঁতাত করে তানভীর সিরাজ ঝুট নেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু স্থানীয় বিএনপিসহ এলাকাবাসী এতে আপত্তি জানান। বৃহস্পতিবার সকালে তানভীর সিরাজের লোকজন মোটরসাইকেল মহড়া দিয়ে ঝুট নামাতে যান। এ সময় স্থানীয় বাসিন্দারা বাধা দিতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে আহত হন ৬ জন। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানতে চাইলে ১৪ নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি নাজমুল হোসেন বলেন, কারখানা কর্তৃপক্ষ এলাকাবাসীকে মাল দেবেন বলে আশ্বাস দিয়েছিলেন। এ নিয়ে কিছুদিন ধরে কথাবার্তাও চলছে। এর মধ্যেই বৃহস্পতিবার বাসন থানা সভাপতি তানভীর সিরাজ তার লোকজন দিয়ে জোরপূর্বক ঝুট নামানোর চেষ্টা করেন। এতে এলাকাবাসী পালটা প্রতিরোধ করলে তাদের ওপর হামলা চালানো হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ৫ আগস্টের পর তানভীর সিরাজ ঝুট ব্যবসার নামে থানা এলাকায় ত্রাস সৃষ্টি করেছেন। ব্যবসার খাতিরে তিনি পলাতক আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আঁতাত করতেও দ্বিধা করছেন না।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তানভীর সিরাজের মোবাইল ফোনে কল করা হলে তিনি রিসিভ করেননি। একই নম্বরে হোয়াটসঅ্যাপে বক্তব্য চেয়ে খুদে বার্তা পাঠালেও কোনো জবাব দেননি।
এছাড়াও গাছা এলাকায় ইস্ট ওয়েস্ট নামে আরেক কারখানায় বৃহস্পতিবার অপর দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। এখানে এক গ্রুপের নেতৃত্বে থানা বিএনপির বহিষ্কৃত নেতা ফারুক খান, আরেক গ্রুপের নেতৃত্বে ছিলেন শাহিন।