Logo
Logo
×

শেষ পাতা

ভ্যাটহার বৃদ্ধি বিনিয়োগ বাধাগ্রস্ত করবে : ফিকি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘গবেষণা বা অংশীজনদের সঙ্গে আলোচনা ছাড়া ভ্যাটহার বৃদ্ধি দেশি-বিদেশি বিনিয়োগকে বাধাগ্রস্ত করবে। ভোক্তা পর্যায়ে পণ্যের মূল্যবৃদ্ধির কারণে উৎপাদন ব্যাহত হবে। ব্যবসার খরচ বৃদ্ধি করবে।’ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় ফরেন ইনভেস্টর চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি)।

সংগঠনটির মতে, ভ্যাট, সম্পূরক শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত ভোক্তাদের ওপর প্রভাব ফেলতে পারে এবং দেশে ব্যবসা করার ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। এ পদক্ষেপ অর্থনীতির স্থিতিশীলতা এবং প্রবৃদ্ধিকে হুমকির মুখে ফেলবে। আশঙ্কাজনক বিষয় হচ্ছে- অরেয়াতযোগ্য খাত যেমন সরবরাহকারী, মেরামত ও রক্ষণাবেক্ষণ, পরিবহণ ঠিকাদার এবং রেস্তোরাঁ খাতে ভ্যাটহার ১৫ শতাংশ করা হয়েছে। এই পদক্ষেপের কারণে ভোগ আশঙ্কাজন হারে কমে যেতে পারে, যা রাজস্ব আদায়ে প্রভাব ফেলবে। তাই উচ্চ করহারের মাধ্যমে রাজস্ব বৃদ্ধির কৌশল সম্ভবত অকার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গবেষণা বা অংশীদারদের সঙ্গে পরামর্শ ছাড়াই প্রণীত নীতিগুলো বিনিয়োগকারীদের আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং ভবিষ্যতে বিদেশি বিনিয়োগপ্রবাহকে বাধাগ্রস্ত করতে পারে। নীতির এই উল্লেখযোগ্য পরিবর্তন দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে নেতিবাচক বার্তা দেবে, যা বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশের স্থিতিশীলতা এবং পূর্বাভাসযোগ্যতা সম্পর্কে উদ্বেগ তৈরি করে। তাই ফিকি সরকারকে সাম্প্রতিক পরিবর্তনগুলো পুনর্বিবেচনা এবং পুনর্মূল্যায়ন করার আহ্বান জানাচ্ছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম