Logo
Logo
×

শেষ পাতা

ডেঙ্গু, হাসপাতালে ভর্তি আরও ২৩ জন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ডেঙ্গু, হাসপাতালে ভর্তি আরও ২৩ জন

ফাইল ছবি

দেশে শীতকালেও ডেঙ্গুর প্রকোপ ও মৃত্যুর ধারা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ২৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মশাবাহিত রোগটিতে কারও মৃত্যু হয়নি। সব মিলিয়ে নতুন বছরের প্রথম তিন দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হলেন ১৬৫ জন। নতুন বছরে কারও মৃত্যু হয়নি। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় আটজন, ঢাকা বিভাগে ১০ জন, ময়মনসিংহ বিভাগে একজন এবং চট্টগ্রাম বিভাগে চারজন ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৬৫। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ২২৩, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে রয়েছেন ২৪২ জন।

Jamuna Electronics

img img
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম