দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
![দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/12/04/SK-674f6d5158cbc.jpg)
দক্ষিণ কোরিয়ায় জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করেছেন প্রেসিডেন্ট ইউন সুক-ইওল। মঙ্গলবার টেলিভিশনে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। ‘কমিউনিস্ট বাহিনীর’ হাত থেকে দেশকে রক্ষা করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। খবর বিবিসি, এএফপির। ইউন সুক-ইওল বলেন, ‘উদারপন্থি দক্ষিণ কোরিয়াকে উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হুমকি থেকে সুরক্ষা দিতে এবং রাষ্ট্রবিরোধী বিভিন্ন শক্তি নির্মূল করতে আমি জরুরি ভিত্তিতে সামরিক আইন জারি করছি।’
তিনি বলেন, উত্তর কোরিয়ার কমিউনিস্ট বাহিনীর হাত থেকে দক্ষিণ কোরিয়াকে বাঁচাতে এবং রাষ্ট্রবিরোধী নানা শক্তিকে নির্মূল করতে এ পদক্ষেপ নেওয়া জরুরি ছিল।
প্রেসিডেন্ট বলেন, দেশ থেকে উত্তর কোরিয়াপন্থি বাহিনী অপসারণ এবং উদার সাংবিধানিক শৃঙ্খলা রক্ষার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সামরিক আইন জারি করা ছাড়া তার কাছে বিকল্প কোনো পথ ছিল না বলে জানান প্রেসিডেন্ট। তবে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে তিনি সুস্পষ্টভাবে কিছু বলেননি।
এরই মধ্যে দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে, সংসদের সব কার্যক্রম স্থগিত করেছে সামরিক বাহিনী। ২০২২ সালে পিপল পাওয়ার পার্টির নেতা প্রেসিডেন্ট ইউন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লি জ্যা মিয়াংকে মাত্র দশমিক সাত শতাংশ পয়েন্টে হারিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন।