আজ ও কাল দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা
নিম্নচাপের পরই শীত
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
![আজ ও কাল দু-এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/11/30/010-674a493fe0988.jpg)
বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ বাংলাদেশ থেকে প্রায় ১৭০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। আজ দুপুরের দিকে ভারতের উত্তর তামিলনাড়ু পার হতে পারে এ নিম্নচাপ। এরপর বাংলাদেশে তীব্র শীত জেঁকে বসতে পারে। আর ডিসেম্বরে আসতে পারে একাধিক শৈত্যপ্রবাহ। শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গভীর নিম্নচাপের প্রভাবে আজ ও আগামীকাল দুইদিন দেশের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে লাগাতার বৃষ্টির আশঙ্কা নেই।
শুক্রবার ঢাকার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, নিম্নচাপটি অতিক্রমের পর সারা দেশে শীত জেঁকে বসবে। ডিসেম্বরে সারা দেশে একাধিক শৈত্যপ্রবাহ আসবে।
শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।
আবহাওয়া দপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি শুক্রবার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৬৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৬০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১৫৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১৫৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
এদিকে শনিবার সন্ধ্যা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে-দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-পশ্চিমদিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’-এ পরিণত হয়ে বিকাল ৩টায় (শুক্রবার) একই এলাকায় (১১ দশমিক শূন্য ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮২ দশমিক ২ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ) অবস্থান করছে। এটি আরও উত্তর-পশ্চিমদিকে অগ্রসর হয়ে শনিবার দুপুরের দিকে উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে। এর বর্ধিতাংশ বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলেও পূর্বাভাসে জানানো হয়।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
পঞ্চগড়ে আবারও কমেছে রাতের তাপমাত্রা : পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ে আবারও কমেছে রাতের তাপমাত্রা। কদিন ধরে রাত থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশা পড়ছে। তবে কুয়াশার কারণে সন্ধ্যার পর থেকে বেশ ঠান্ডা অনুভূত হয়। শুক্রবার সকাল ৯টায় তাপমাত্রা সর্বনিম্ন ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ১ ডিগ্রি। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়া পর্যবেক্ষক জিতেন্দ্র নাথ রায় বলেন, প্রতিদিন সন্ধ্যার পর থেকে কুয়াশা শুরু হয়। ভোরের দিকে ঘন কুয়াশা থাকে। ধীরে ধীরে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। বাড়তে পারে শীতের তীব্রতা।