Logo
Logo
×

শেষ পাতা

শাহবাগ ও চট্টগ্রামে বিক্ষোভ

চিন্ময় গ্রেফতার, জাগরণ মঞ্চ ডিবি কার্যালয়ের সামনে

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

চিন্ময় গ্রেফতার, জাগরণ মঞ্চ ডিবি কার্যালয়ের সামনে

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। তার গ্রেফতারের প্রতিবাদে সোমবার সন্ধ্যা থেকে রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ের সামনে অবস্থান নেন সনাতনী জাগরণ মঞ্চের নেতারা। একই সঙ্গে গ্রেফতারের প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করেছেন নেতারা। এর প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছে সম্মিলিত সনাতন জাগরণ জোট। সোমবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল শেষে নগরীর চেরাগী পাহাড় মোড়ে সমাবেশ করেন তারা।

সন্ধ্যায় সনাতনী জাগরণ মঞ্চের ৩০-৪০ জন নেতা ডিবি কার্যালয়ের সামনে জড়ো হন। ধীরে ধীরে লোক সমাগম বাড়তে থাকে। রাত ৮টার দিকে সমবেত লোকের সংখ্যা দেড়শ ছাড়িয়ে যায়। সনাতনী জাগরণ মঞ্চের নেতারা ডিবি কার্যালয়ের ঠিক সামনের ফটকে অবস্থান নিয়ে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের প্রতিবাদ জানান। সেখান থেকে তাদের একটি অংশ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মিছিল নিয়ে রাজধানীর শাহবাগ মোড়ে যান। সেখানে সড়ক বন্ধ করে বিক্ষোভ শুরু করেন সনাতন সম্প্রদায়ের লোকজন। এতে সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ছাত্র-জনতা ও পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। এ সময় দুজনকে আটক করে শাহবাগ থানায় নিতে দেখা গেছে। 

এর আগে বিকাল সাড়ে ৪টার দিকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে হেফাজতে নেয় ডিবি পুলিশ। পরে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের কেন্দ্রীয় প্রতিনিধি প্রসেনজিৎ কুমার হালদার গণমাধ্যমকে বলেন, সোমবার বিকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে যায় ডিবি। তার ঢাকা থেকে বিমানে চট্টগ্রামে যাওয়ার কথা ছিল।

উল্লেখ্য, বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত ২৫ অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে। চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চেরও মুখপাত্র। ওই সমাবেশের পরপরই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান (পরে বহিষ্কৃত)। 

সম্প্রতি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন ‘বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের’ ব্যানারে কর্মসূচি পালন শুরু করে। নতুন এই জোটের মুখপাত্র করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। কয়েক দিন এই জোট আট দফা দাবিতে রংপুরে সমাবেশ করেছে।

অন্যদিকে সম্প্রতি চিন্ময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করেছে ইসকন (আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ) বাংলাদেশ।

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নিন্দা : চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ঊষাতন তালুকদার, নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ। সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে তারা বলেন, এ গ্রেফতারের ফলে মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রশ্নে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে। তারা অনতিবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি দেওয়ার দাবি জানান।

ফতুল্লা (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, তার মুক্তির দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ করেছে জাগরণ মঞ্চের নেতারা। রাত ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শহরের চাষাঢ়ায় এ বিক্ষোভ করা হয়।

চট্টগ্রামে বিক্ষোভ : চট্টগ্রাম ব্যুরো জানায়, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আটকের প্রতিবাদে সন্ধ্যা ৬টার পর থেকে চেরাগী পাহাড় মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। বিক্ষোভ থেকে চিন্ময় প্রভুর মুক্তি দাবি তোলা হয়। এ সময় চেরাগী পাহাড় ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। তাদের দাবি শান্তিপূর্ণ আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চিন্ময় প্রভুকে আটক করা হয়েছে। 

এ বিষয়ে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, ‘চেরাগীতে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ কর্মসূচি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে সতর্ক রয়েছে পুলিশ।’

রংপুরে মিছিলে হামলা, সড়ক অবরোধ করে বিক্ষোভ : রংপুর ব্যুরো জানায়, সোমবার রাত ৯টায় সনাতন জাগরণ মহাজোটের ডাকে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে মিছিলে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এতে আহত হয়েছেন সনাতন ধর্মের চারজন। এদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরপর প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে আন্দোলনকারী বিক্ষোভ মিছিল করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাত সাড়ে ৯টায় পুলিশ-সেনাবাহিনী সেখানে কাজ করছিল। পরিস্থিতি অবনতি হতে থাকলে সেখানে দোকানপাট বন্ধ হয়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে একজন গণমাধ্যমকর্মী এ ঘটনার ছবি তুলতে গেলে মিছিলকারীদের হামলার শিকার হন। 

চিন্ময় কৃষ্ণের মুক্তিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম : লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, চিন্ময় কৃষ্ণ দাসকে ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি না দিলে সারাদেশে বৃহত্তর কর্মসূচির আলটিমেটাম দেওয়া হয়েছে। সোমবার রাত ৯টার দিকে লক্ষ্মীপুরে প্রতিবাদ মিছিল শেষে যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি শিমুল সাহা এ আলটিমেটাম দেন। রাত সোয়া ৮টার দিকে শহরের শ্যামসুন্দর জিউর আখড়া থেকে লক্ষ্মীপুর জেলা সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি থানা রোড, উত্তর তেমুহনী, চকবাজার, সামাদ স্কুল মোড়সহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।


Jamuna Electronics

Document
Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম