Logo
Logo
×

শেষ পাতা

স্বামীকে নিহত দেখিয়ে মামলা করা সেই নারী গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

স্বামীকে নিহত দেখিয়ে মামলা করা সেই নারী গ্রেফতার

স্বামীকে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত দেখিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা কুলসুম বেগম গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার রাতে কক্সবাজার থেকে আশুলিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করে। আওয়ামী লীগ সরকারের পতনের দিনগুলোতে স্বামী আল আমিন মিয়া নিহত হয়েছেন উল্লেখ করে কুলসুম ২৪ অক্টোবর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। এতে শেখ হাসিনাসহ ১৩০ জনকে আসামি করা হয়। পরে মামলাটি ৮ নভেম্বর ঢাকার আশুলিয়া থানায় এজাহারভুক্ত হয়। ওই মামলার পর তার স্বামী আশুলিয়া থানায় হাজির হয়ে জানান, তার অজান্তে স্ত্রী কুলসুম তাকে মৃত দেখিয়ে অসৎ উদ্দেশ্যে মামলা করেছেন।

আল আমিন জানান, তিনি সিলেটের দক্ষিণ সুরমার পিরিজপুরের বাসিন্দা। ৫ আগস্ট স্ত্রীর সঙ্গে তিনি সিলেটেই ছিলেন। এর তিন-চার দিন পর তার স্ত্রী ঝগড়া করে মানিকগঞ্জে চলে যান। এরপর আর স্ত্রীর সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি। পরে একজনের কাছ থেকে জানতে পারেন, ছাত্র আন্দোলনে তিনি মারা গেছেন উল্লেখ করে তার স্ত্রী একটি মামলা করেছেন। ওই মামলার এক আসামি তাকে ফোনে ঘটনাটি জানায়। এটা জানার পর আল আমিন দক্ষিণ সুরমা থানার পরামর্শে আশুলিয়া থানায় যোগাযোগ করেন।

আল আমিন গণমাধ্যমকে জানান, আমি জীবিত আছি। আমার স্ত্রী মিথ্যা মামলা করেছে। আমি মনে করি, কেউ জোরজবরদস্তি করে আমার স্ত্রীকে দিয়ে মামলা করিয়েছে বা কোনো চক্রের সঙ্গে সে জড়িত।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম