ছাত্র-জনতার আন্দোলন
শহিদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা ৩১ ডিসেম্বরের মধ্যে
![Icon](https://cdn.jugantor.com/uploads/settings/icon_2.jpg)
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
![শহিদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা ৩১ ডিসেম্বরের মধ্যে](https://cdn.jugantor.com/assets/news_photos/2024/11/22/July-Andolon-3-673fa01e6a965.jpg)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ ও আহতদের তালিকা প্রণয়ন কার্যক্রম অব্যাহত আছে।
ছাত্র-জনতার আন্দোলনে কতজন শহিদ ও আহত হয়েছেন সেটির পূর্ণাঙ্গ তালিকা ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা হবে।
বৃহস্পতিবার জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের অফিসে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সারজিস আলম বলেন, চলমান কাজের গতি বৃদ্ধি করে যথাযথ যাচাই-বাছাই প্রক্রিয়ার মাধ্যমে অতি দ্রুত নির্ভুল ও সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হবে। এখনো যারা তথ্য দিতে পারেননি, তাদের তথ্য নেওয়া হচ্ছে। জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সমন্বিত সেলের যৌথ অংশগ্রহণে ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত বীরদের জন্য গৃহীত সব পদক্ষেপের রোডম্যাপ সম্পর্কিত প্রেস ব্রিফিংয়ে সারজিস বলেন, শহিদ পরিবার যারা রয়েছে-তাদের তথ্য সংগ্রহ করা সহজ। কিন্তু যারা আহত হয়েছেন-তাদের তথ্য ভেরিফাই করা একটু কষ্টকর। আমরা নভেম্বরের মধ্যে তথ্য সংগ্রহ শেষ করব এবং ৩১ ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করব।
ব্রিফিংয়ে কোটা আন্দোলনে শহিদ মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, এখন শহিদের পরিবারকে এককালীন পাঁচ লাখ ও আহতদের এক লাখ টাকা দেওয়া হচ্ছে। অবস্থা বুঝে আহতদের তিন লাখ করে টাকা দেওয়া হবে। কিন্তু যারা চিকিৎসার জন্য তিন লাখের বেশি টাকা খরচ করেছেন, ডকুমেন্ট দেখালে তাদের সে টাকাও দেওয়া হবে।
এ সময় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।