প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি সাদপন্থিদের
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সংগৃহীত
তাবলিগ জামাতের একাংশের শীর্ষ নেতা ভারতীয় মাওলানা সাদ কান্দলভীকে বিশ্ব ইজতেমায় আসতে অনুমতি দেওয়ার দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি দিয়েছেন সাদপন্থিরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন তার প্রেস সচিব মো. শফিকুল আলম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ তাবলিগ জামাত বাংলাদেশের আহলে শূরা সৈয়দ ওয়াসিফ ইসলাম ও সাদপন্থি নেতারা। এর আগে সকালে কাকরাইল মসজিদ থেকে রওয়ানা দেন সাদপন্থিরা। অন্তর্বর্তী সরকারপ্রধান ড. ইউনূসের সঙ্গে দেখা করতে রাষ্ট্রীয় অতিথি ভবনের যমুনার দিকে যেতে চাইলে পুলিশি বাধার মুখে পড়েন তারা। এ সময় তারা রমনায় রাস্তার ওপর বসে পড়েন। পরে তাদের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়ে সড়ক ছাড়েন তারা।
তাবলিগ জামাত বাংলাদেশের আহলে শূরা সৈয়দ ওয়াসিফ ইসলাম স্বাক্ষরিত স্মারকলিপিতে লেখা হয়, ‘বিপুল ত্যাগ-তিতিক্ষা ও গণ-অভ্যুত্থানের মাধ্যমে আপনাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এ সরকারের সফলতার মাধ্যমে সব জুলুম-অত্যাচার দূর হয়ে রাষ্ট্রের সব স্তরে যাতে সুবিচার প্রতিষ্ঠা নিশ্চিত হয়, এজন্য আমরা মহান আল্লাহতায়ালার দরবারে অন্তর থেকে দোয়া করি।’
বিশ্ব তাবলিগের আমির মাওলানা সাদ একজন বিজ্ঞ আলেম হিসাবে দীর্ঘদিন ধরে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে কুরআন ও হাদিসের আলোকে মূল্যবান বয়ান রাখতেন। স্মারকলিপিতে বলা হয়, এর আগে তিনি প্রতিবছর ইজতেমায় শরিক হতেন এবং ইজতেমার মূল বয়ানসহ আখেরি মুনাজাত পরিচালনা করতেন। ২০১৮ সালের পর থেকে তাকে কোনোরূপ যৌক্তিক কারণ ছাড়া বাংলাদেশে আসতে ভিসা দেওয়া হচ্ছে না। তাকে আসলে দিলে বিদেশে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধিসহ অধিক বৈদেশিক মুদ্রা অর্জিত হতো।
হজরত মাওলানা সাদ বাধাহীনভাবে সমগ্র বিশ্বে তাবলিগের কাজে সফর করছেন। সম্প্রতি তিনি ইজতেমার জন্য দক্ষিণ আফ্রিকা, ইথিওপিয়া, মালয়েশিয়া, মরক্কো, ইংল্যান্ড, সুদান, নেপাল সফর করেছেন। এ ছাড়া তিনি ভারতের বিভিন্ন প্রদেশে বড় বড় ইজতেমায় শরিক হচ্ছেন।