Logo
Logo
×

শেষ পাতা

সারদায় ফের এএসপি ও এসআইদের কুচকাওয়াজ স্থগিত

Icon

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সারদায় ফের এএসপি ও এসআইদের কুচকাওয়াজ স্থগিত

সংগৃহীত

রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপারদের (শিক্ষানবিশ) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আবারও স্থগিত করা হয়েছে। ২৪ নভেম্বর এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পাশাপাশি ৪০তম ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজও স্থগিত করা হয়েছে। তাদের এ কুচকাওয়াজ ২৬ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সোমবার পুলিশ সদর দফতরের দুটি বিজ্ঞপ্তিতে এএসপি ও এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত করার কথা জানানো হয়। তবে কেন কুচকাওয়াজ স্থগিত করা হয়েছে সে ব্যাপারে পুলিশ সদর দফতর কিছু জানায়নি।

সোমবার পুলিশ সদর দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিতব্য সমাপনী কুচকাওয়াজ অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।

এদিকে পুলিশ সদর দফতরের আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান স্থগিত করা হলো। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।

অ্যাডিশনাল ডিআইজি শেহেলা পারভীন গণমাধ্যমকে বলেন, কেন অনুষ্ঠান স্থগিত করা হলো সেটা আমি জানি না। কবে আবার হবে সেটিও জানি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী সমাপনী কুচকাওয়াজ স্থগিত করেছি।

৪০তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের গত বছরের ২০ অক্টোবর এক বছরের মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ শেষে ২০ অক্টোবর সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ জন্য দেড় হাজারের বেশি অতিথিকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে আগের রাতে হঠাৎ করেই কুচকাওয়াজ স্থগিত করে দেওয়া হয়। এরপর আবারও ২৪ নভেম্বর এই অনুষ্ঠানের জন্য দিন ঠিক করা হয়েছিল। তবে এবারও তা স্থগিত করা হলো।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম