ডেঙ্গুতে আক্রান্ত ৮১ হাজার ছাড়াল
এক দিনে ৬ মৃত্যু
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
দেশে ক্রমেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। সেইসঙ্গে বাড়ছে রোগটিতে মৃত্যুর সংখ্যা। এই ঊর্ধ্বমুখী ধারায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১ হাজার ৮৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮১ হাজার ৬৮ জনে। এছাড়া গত এক দিনে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এ রোগে মোট ৪২১ জনের মৃত্যু হলো। সোমবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় রয়েছেন ৩৮০ জন। এছাড়া ঢাকা বিভাগে ২৫৯ জন, ময়মনসিংহে ৩৬, চট্টগ্রামে ১০৭, খুলনায় ১৪৫, রাজশাহী বিভাগে ৫৮, রংপুর বিভাগে ১০, বরিশাল বিভাগে ৮৪ এবং সিলেট বিভাগে ৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিগত এক দিনে মৃতদের মধ্যে ২ জন চট্টগ্রাম বিভাগীয় এলাকার। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও উত্তর সিটি করপোরেশন, ঢাকা বিভাগ ও ময়মনসিংহ বিভাগীয় এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন করে মোট চারজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সোমবার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭৬ হাজার ৬৩৯ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪ হাজার ৮ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৫৩ জন এবং ২ হাজার ৩৫৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি। এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৪৮ হাজার ২৪৪ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ হাজার ৮২৪ জন। ১ জানুয়ারি থেকে ১৮ নভেম্বর পর্যন্ত সারা দেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের মধ্যে ৬৩ দশমিক ১০ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯০ শতাংশ নারী। এছাড়া এখন পর্যন্ত মৃত ৪২১ জনের মধ্যে ৫০ দশমিক ৪০ শতাংশ নারী এবং ৪৯ দশমিক ৬০ শতাংশ পুরুষ।