রাজধানীতে সড়ক দুর্ঘটনা
বাস-ট্রাক সংঘর্ষে রিকশাযাত্রী ব্যাংক কর্মকর্তা নিহত
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
রাজধানীতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের মধ্যে পড়ে ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন (৬০) নিহত হয়েছেন। রোববার ভোরে পল্টন মোড়ে সড়ক দুর্ঘটনায় ব্যাটারিচালিত রিকশাযাত্রী মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কর্মকর্তা জাকির দুর্ঘটনার শিকার হন। এ সময় রিকশাচালক আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, ভোর ৫টা ১০ মিনিটের দিকে পল্টন মোড়ে ইউনিক পরিবহণের একটি বাস ও পেঁয়াজবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক দুটোই উলটে যায়। এ সময় সেখানে ব্যাটারিচালিত রিকশাটি দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকের মাঝে পড়ে যায়। এতে রিকশাটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয় এবং রিকশাযাত্রী জাকির হোসেন ঘটনাস্থলে মারা যান। আহত রিকশাচালককে দ্রুত ঢামেক হাসপাতালে পাঠানো হয়। তার অবস্থা আশঙ্কাজনক নয়।
পুলিশ আরও জানায়, ভোরের ফাঁকা সড়কে বাসটি দ্রুত গতিতে চলছিল। পেঁয়াজবোঝাই ট্রাকটি দ্রুত গতিতে সড়ক পার হওয়ার চেষ্টা করে। এ সময় মুখোমুখি সংঘর্ষ হয় এবং দুটি গাড়িই উলটে পড়ে। এতে ট্রাকের পেঁয়াজ সড়কে ছড়িয়ে পড়ে। এ দুর্ঘটনার পর ওই সড়কে যানবাহন চলাচল আধাঘণ্টা বিঘ্নিত হয়।
পল্টন থানার এসআই আরিফ উল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহত রিকশাচালককে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। একই সঙ্গে ব্যাংক কর্মকর্তা জাকির হোসেনের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। জাকিরের বাড়ি ফেনীর দাগনভুঁইয়া উপজেলার সেকেন্দারকুল গ্রামে। তার বাবার নাম আজমল হক ভূঁইয়া। পরিবার নিয়ে তিনি রামপুরায় ভাড়া বাসায় থাকতেন। তিনি দুই মেয়ের জনক ছিলেন।
জাকিরের ছোট ভাই সাইফুল্লাহ জানান, নোয়াখালী যাওয়ার উদ্দেশে জাকির হোসেন সকালে রামপুরার বাসা থেকে বের হন। প্রতি বৃহস্পতিবার নোয়াখালী থেকে রামপুরার বাসায় তিনি চলে আসতেন এবং রোববার সকালে অফিস করতেন। মার্কেন্টাইল ব্যাংকের নোয়াখালীর কানকিরহাট শাখার ম্যানেজার অপারেশন হিসাবে তিনি কর্মরত ছিলেন।