Logo
Logo
×

শেষ পাতা

ট্রাইব্যুনালের মামলা

জবানবন্দি দিলেন সাবেক আইজিপি মামুন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জবানবন্দি দিলেন সাবেক আইজিপি মামুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় জবানবন্দি দিয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে তিনি জবানবন্দি দেন।

জুলাই-আগস্টের গণহত্যা মামলায় প্রথমবারের মতো কোনো সরকারি কর্মকর্তা জবানবন্দি দিলেন। সকালে কঠোর গোপনীয়তার মধ্যে মামুনকে সিএমএম আদালতে হাজির করা হয়। অপরাধ ট্রাইব্যুনালের নির্দেশনায় বিচারকের সামনে গণহত্যার মামলায় জবানবন্দি দেন তিনি। ট্রাইব্যুনালের প্রসিকিউটররা এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানিয়েছে, বিচারকের খাসকামরায় সাবেক এ আইজিপি আড়াই ঘণ্টা ছিলেন। তবে, এটা কি তার ব্যক্তিগত স্বীকারোক্তিমূলক জবানবন্দি নাকি ওই সময় নির্দেশদাতাদের বিরুদ্ধে সাক্ষ্য তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকি যুগান্তরকে বলেন, আজকে (বৃহস্পতিবার) সাবেক আইজিপি মামুনকে আদালতে আনা হয়েছিল শুনেছি। তবে তিনি কোন মামলায় সাক্ষ্য দিয়েছেন এ ব্যাপারে আমাদের কাছে কোনো তথ্য নেই। সকালে তাকে নিয়ে আসা হয়েছিল পরে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। গত ৩ সেপ্টেম্বর ঢাকার উত্তরা থেকে মামুনকে গ্রেফতার করা হয়। এ পর্যন্ত তিনি ১২৩ হত্যা মামলার আসামি। তাকে কয়েক দফায় ৬৬ দিন রিমান্ডে নেওয়া হয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম