সাবেক মন্ত্রী আমির হোসেন আমু গ্রেফতার
সারা দেশে গ্রেফতার আরও ৮
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আমির হোসেন আমু
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার বেলা দেড়টার দিকে রাজধানীর পশ্চিম ধানমণ্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া পুলিশ ও র্যাব দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতানেত্রীসহ ৮ জনকে গ্রেফতার করেছে। তারা বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাসহ বিভিন্ন মামলায় এজাহারভুক্ত আসামি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, আমির হোসেনের বিরুদ্ধে হত্যাসহ ১৫টি মামলা রয়েছে। তিনি ১৪ দলের সমন্বয়ক ছিলেন।
ষাটের দশকের ছাত্রলীগ নেতা আমু স্বাধীনতার পর পাঁচবার সংসদ সদস্য হন। তিনি সর্বশেষ ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক ছিলেন। ১৯৭০ সালের নির্বাচনে বরিশাল থেকে প্রাদেশিক পরিষদের সদস্য হয়েছিলেন। ১৯৭৮-১৯৮৬ সালে তিনি যুবলীগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে দপ্তর পুনর্বণ্টনে তাকে ভূমি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। পরে ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হন এবং শিল্পমন্ত্রীর দায়িত্ব পান। ২০২০ থেকে ১৪ দলের সমন্বয়ক এবং মুখপাত্র হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।
ছাত্রলীগ নেতা তপু নন্দী গ্রেফতার : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মামলায় ছাত্রলীগ নেতা তপু নন্দীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মঙ্গলবার রাত ১টার দিকে রাজধানীর তাঁতীবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তপু কোতোয়ালির ৩৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় কোতোয়ালি থানায় করা একটি মামলার আসামি।
মহিলা লীগ নেত্রী জুলিয়া গ্রেফতার : বৈষম্যবিরোধী আন্দোলনে মিরপুরে শামীম হাওলাদার হত্যা মামলায় যুব মহিলা লীগের নেত্রী জুলিয়া আক্তারকে গ্রেফতার করেছে রূপনগর থানা পুলিশ। মঙ্গলবার রাত ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়। জুলিয়া রূপনগর থানা যুব মহিলা লীগের ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক। শামীম হাওলাদার হত্যার ঘটনায় তার চাচাত ভাই সম্রাট হাওলাদার গত ১৫ সেপ্টেম্বর রূপনগর থানায় একটি হত্যা মামলা করেন। গত ২০ জুলাই বিকালে রূপনগর এলাকার প্রশিকা মোড়ে বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে এলোপাতাড়ি গুলি ছোড়া হলে গুলিবিদ্ধ হয়ে মারা যান শামীম হাওলাদার।
যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর :
চট্টগ্রামে পলাতক আ.লীগ নেতা গ্রেফতার : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে ফার্নিচার কর্মী মো. ফারুক হত্যা মামলার পলাতক আসামি আবদুল নবী লেদুকে গ্রেফতার করেছে র্যাব-৭। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর খুলশী থানার গরীব উল্লাহ শাহ মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বায়েজিদ বোস্তামি থানা আওয়ামী লীগের সহ-সভাপতি।
রংপুরে ইউপি চেয়ারম্যান : রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হত্যা মামলায় গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মাজহারুল ইসলাম লেবুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করা হয়। ছাত্র আন্দোলনে সিটি বাজার এলাকায় পুলিশের গুলিতে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ হত্যা মামলার ৪৪নং আসামি তিনি। গত ১৯ জুলাই বিকালে আন্দোলনকারীদের পানি ও রুটি দিতে এগিয়ে এলে পুলিশ গুলি করে হত্যা করে সাজ্জাদকে।
বেনাপোলে যুবলীগ নেতা গ্রেফতার : বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. তাজউদ্দীন (৫৩) কে আটক করেছেন ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি সদস্যরা। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে আটক করা হয়। তাজউদ্দীন ভোলার বোরহান উদ্দিন সদর থানার আব্দুল গনির ছেলে। তিনি ভোলা সদর থানার বিস্ফোরক মামলার আসামি।
ঝালকাঠিতে উল্লাস মিষ্টি বিতরণ : ঝালকাঠি প্রতিনিধি জানান, আমির হোসেন আমুর গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে উল্লাসে ফেটে পড়ে ঝালকাঠির বিভিন্ন স্তরের মানুষ। শহরের সাধনার মোড়সহ বেশ কয়েকটি পয়েন্টে চলে মিষ্টি বিতরণ। বিক্ষুব্ধরা ইটপাটকেল ছুড়ে আমুর রোনালসে রোডের বাসভবনে। সবমিলিয়ে যেন ঈদের আনন্দ ছিল শহরজুড়ে।