Logo
Logo
×

শেষ পাতা

উত্তরার বাসায় অভিযানে কোটি টাকা উদ্ধার

ছেলেসহ সাবেক অতিরিক্ত সচিব আমজাদ গ্রেফতার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ছেলেসহ সাবেক অতিরিক্ত সচিব আমজাদ গ্রেফতার

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেন ও তার ছেলেকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। রোববার রাতে উত্তরা-১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ওই বাসা থেকে জব্দ করা হয় নগদ এক কোটি টাকা ও ১১টি আইফোন।

সোমবার উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান যুগান্তরকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশ রাত ১০টার দিকে আমজাদ হোসেনের বাসায় যৌথ অভিযান চালায়। বাসা থেকে এক কোটি টাকা ও বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়েছে। অবৈধভাবে বাসায় রাখা ২৭০০ মার্কিন ডলার, ৯৫৫৭ ইয়েন, ১০০০ ইউরো উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা হয়েছে।

তিনি আরও বলেন, মামলায় সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেনের এবং তার ছেলে কেএম আসিফ হাসানকে গ্রেফতার দেখানো হয়েছে। পরবর্তীতে রিমান্ডে আনা হবে।

কেএম আসিফ হাসানের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, তিনি পড়ালেখা শেষ করেছেন। একটি জবও করেন। আগে কোনো মামলা ছিল কিনা জানতে চাইলে ওসি বলেন, আগে কোনো মামলা ছিল না।

উল্লেখ্য, ২০২০ সালে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদ থেকে অবসরে যান আমজাদ হোসেন খান। তার গ্রামের বাড়ি গাজীপুর সদরে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম