যশোরে শান্তিশৃঙ্খলা কমিটির সভাপতি খুন
যশোর ব্যুরো
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আমিনুর সজল মুন্সী (৪২) নামে এক জামায়াত কর্মী নিহত হয়েছেন। তিনি স্থানীয় বাজার শান্তিশৃঙ্খলা কমিটির সভাপতি ছিলেন বলে জানা গেছে। সোমবার সন্ধ্যায় শহরতলি খোলাডাঙ্গা গাজীরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সজল খোলাডাঙ্গা সারগোডাউন মুন্সীপাড়ার আজিজুর ইসলাম মিন্টুর ছেলে এবং স্থানীয় ওয়ার্ডের জামায়াত কর্মী ছিলেন।
জানা যায়, সম্প্রতি গাজীরবাজারে শান্তিশৃঙ্খলা কমিটি গঠন হয়। এ কমিটির সভাপতি নির্বাচিত হন সজল। কমিটি গঠন নিয়ে তার প্রতিদ্বন্দ্বীরা এ হত্যাকাণ্ড ঘটাতে পারেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। নিহতের লাশ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনরা জানান, শহরের ধর্মতলা সারগোডাউনের সামনে আমিনুর সজলের দোকান রয়েছে। সোমবার মাগরিবের নামাজ পড়ার উদ্দেশ্যে বাজারের পাশেই মসজিদে যাচ্ছিলেন তিনি। তখন মোটরসাইকেলে কয়েকজন এসে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পথচারী ও অন্য ব্যবসায়ীরা তাকে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাজীরবাজার ব্যবসায়ী ও নিহতের ভাগিনা আব্দুর রহমান বলেন, এলাকার কামরুল ওরফে খোড়া কামরুল শান্তিশৃঙ্খলা কমিটির বিরুদ্ধে অবস্থান নেন। কমিটি করা নিয়ে এর আগেও তিনি ঝামেলা সৃষ্টি করেছিলেন। সভাপতির সঙ্গে তার আগে থেকেই বিরোধ ছিল। কামরুল কারাগার থেকে মুক্তি পেয়ে প্রতিশোধ নিতে এ হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে আমরা ধারণা করছি।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) কাজী বাবুল হোসেন বলেন, নিহতের শরীরে একাধিক জায়গায় ছুরিকাঘাত করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে। সজলসহ এক মাসে যশোরে অন্তত ৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।