Logo
Logo
×

শেষ পাতা

ড. কামালের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের সাক্ষাৎ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ড. কামালের সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের সাক্ষাৎ

সংবিধান সংস্কার কমিশনের কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে কমিশনের সদস্যরা বিশিষ্ট আইনজীবী ও সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

শনিবার রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের কার্যালয়ে তারা সাক্ষাৎ করেন। কমিশনের সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ, মো. মুসতাইন বিল্লাহ এ সময় উপস্থিত ছিলেন।

ড. কামাল হোসেন ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ছিলেন। এ সময় সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয় বলে জানান সংবিধান সংস্কার কমিশনের দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা ও জাতীয় সংসদ সচিবালয়ের উপপরিচালক মো. সাব্বির মাহমুদ। এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, ড. কামাল হোসেন সংবিধান সংস্কার কমিশনের প্রধানসহ উপস্থিত সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সংবিধান সংস্কার প্রক্রিয়ায় আস্থা প্রকাশ করেন। তিনি সংবিধানকে সমসাময়িক করার কথা উল্লেখ করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম